ছাপ্পা, বহিরাগত, চড়, হাতাহাতি মিলিয়ে IMA কলকাতা শাখার ভোটে অবশেষে জয়ী নির্মল মাজি

0
62

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

আইএমএ নির্বাচনে জয়ী নির্মল মাজি। তবে এই নির্বাচন ঘিরে শনিবার দিনভর ধুন্ধুমার কাণ্ড হয়েছে লেনিন সরণীর আইএমএ ভবনের সামনে। না,কোন বিধানসভা বা পৌরসভা নির্বাচন নয়, ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের কলকাতা শাখার ভোট। আর এই ছোট্ট নির্বাচনেই চড়, হাতাহাতি থেকে ভূয়ো ভোটার ধরা পড়া সবই ক্যামেরাবন্দী হয়েছে গতকাল। এর মধ্যে উঠে এসেছে ‘বহিরাগত’ তত্বও। নির্মল মাজি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রশান্ত ভট্টাচার্যের থেকে ৭ ভোটে জয়ী হয়েছেন।

nirmal maji won ima vote
ডাঃ নির্মল মাজি

নির্মল মাজির শিবিরের প্যানেলে চিকিৎসক মানব নন্দী ৬ ভোটে জয়ী হয়েছেন। ট্রেজারার পদে নির্মল মাজির বিরুদ্ধ গোষ্ঠী অনির্বাণ দোলুই ৩০ ভোটে জিতেছেন। এদিনের গোলমাল নিয়ন্ত্রণে আনতে গিয়ে কার্যত হিমশিম খেতে হয়েছে পুলিশ কর্মীদের। বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে প্রকাশ পুলিশ কর্মীকে চড় মারার ঘটনাও ঘটেছে। ছাপ্পা ভোটের অভিযোগও উঠেছে।

আরও পড়ুনঃ বর্ধমানের ছাত্রীকে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ টিএমসি কাউন্সিলারের বিরুদ্ধে, আন্দোলনে বামেরা

অভিযোগ, প্রশান্ত ভট্টাচার্য ও অনির্বাণ দোলুইয়ের ঘনিষ্ঠ পার্থপ্রতিম মণ্ডলকে চড় মারেন নির্মল মাজি ঘনিষ্ঠ কলকাতা মেডিক্যাল কলেজের এক ইন্টার্ন। উল্লেখ্য, প্রশান্ত ভট্টাচার্য ও অনির্বাণ দোলুই দু’জনই শান্তনু সেনের ঘনিষ্ঠ। নির্মল মাঝির অনুগামীদের বক্তব্য, নির্মল মাঝির বিরুদ্ধে যাঁরা লড়েছিলেন, তাঁদের ৯০ ভাগ ডাক্তারই নন। বাইরে থেকে লোক এনে অ্যাপ্রন পরিয়ে ডাক্তার বানানো হয়েছিল। তাঁরাই সমস্যা তৈরি করেন। এসবের মধ্যেই সামান্য ব্যবধানে জয়ী হলেন নির্মল মাঝি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here