নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
ফের পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় এলাকায় বাঘের আতঙ্ক নতুন করে স্মৃতি উসকে দিল এলাকাবাসীর মধ্যে। সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড়ের জিরাপাড়া অঞ্চলের ছাগুলিয়া গ্রামের মাটির রাস্তায় কয়েকটি পায়ের ছাপ দেখতে পান এলাকার বাসিন্দারা। জঙ্গল সংলগ্ন সেই মাটির রাস্তায় কোনও জন্তুর পরপর কয়েকটি পায়ের ছাপ দেখতে পাওয়ায় আশেপাশের এলাকায় শোরগোল পড়ে যায় এলাকাবাসীর মধ্যে। অনেকে দেখতে ভিড় জমান সেখানে এলাকাবাসীরা।
খবর পেয়ে বনদফতরের মাহালিসাই রেঞ্জের বনকর্মীরা সেখানে আসেন ঘটনাস্থলে, মাটির রাস্তায় সেই পায়ের ছাপ খুঁটিয়ে পরীক্ষা করে ছবিও তোলেন বনদফতরের কর্মীরা। উল্লেখ্য বছর দুই আগে বাঘের আতঙ্ক দেখা দিয়েছিল গোয়ালতোড়ে। এবার জঙ্গলের রাস্তায় অজানা জন্তুর পায়ের ছাপ মেলায় সেই স্মৃতি ফের উঠে আসে এলাকায়। তবে আতঙ্কের কিছু নেই বলে জানিয়েছে বনদফতরের আধিকারিকরা। বন দফতরের রূপনারায়ণ বিভাগের ডিএফও মনীশ যাদব বলেন, “ছাগুলিয়ায় মাটির রাস্তায় কয়েকটি পায়ের ছাপ মিলেছে, সেগুলি পরীক্ষা করে দেখা হয়েছে। এটা ভাম বলেই মনে হচ্ছে।” যদিও এই পায়ের ছাপ দেখে অনেকটাই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584