গোপীবল্লভপুরে দুঃস্থ ছাত্র-ছাত্রীদের টেস্ট পেপার বিতরণ শিবির

0
113

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

test paper distribution camp 4
নিজস্ব চিত্র

বেশকিছু সহৃদয় ব‍্যক্তির সহযোগিতায় দুঃস্থ ছাত্র-ছাত্রীদের সাহায্য করতে এগিয়ে এলো জঙ্গলমহল উদ্যোগ ও পুলিশ থানা।পশ্চিম মেদিনীপুর জেলা শাখা ও বেলিয়াবেড়া থানার যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হলো টেস্ট পেপার বিতরণ শিবির।

test paper distribution camp 2
দুঃস্থ ছাত্র ছাত্রীদের হাতে টেস্ট পেপার তুলে দেওয়া হচ্ছে। নিজস্ব চিত্র

মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দু’নম্বর ব্লকের বেলিয়াবেড়া কে সি এম হাইস্কুলে অনুষ্ঠিত এই শিবিরে এই ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ৭৬ জন দুঃস্থ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর হাতে টেস্ট পেপার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট লোকসংস্কৃতি গবেষক তথা জঙ্গলমহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলার সভাপতি ড.মধুপ দে, বেলিয়াবেড়া থানার অফিসার অরিন্দম শীল, বিশিষ্ট শিক্ষিকা শিক্ষারত্ন সুস্মিতা মন্ডল,ব্লকের ডেপুটি সচিব তারাপদ সাহা,জঙ্গল মহল উদ্যোগের সদস্য অমিত কুমার সাহু,সুদীপ কুমার খাঁড়া,মহাপাল শ্রী বিদ‍্যাপীঠের শিক্ষক অরুণাংশু ঘোষ সহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুনঃ ফালাকাটায় জওয়ানদের উদ্যোগে কন্যা সন্তানের সুরক্ষা বিষয়ক কর্মসূচি

test paper distribution camp 3
নিজস্ব চিত্র

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেলিয়াবেড়া কে সি এম হাইস্কুলের প্রধান শিক্ষক হিমাংশু শেখর মহাপাত্র।সভা সঞ্চালনা করেন জঙ্গল মহল উদ্যোগের পশ্চিম মেদিনীপুর জেলার সম্পাদক তথা বেলিয়াবেড়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক সুব্রত মহাপাত্র।ড.মধুপ দে ছাত্র-ছাত্রীদের আরও মনোযোগী ও আত্মবিশ্বাসী হয়ে পড়াশোনা করার আহ্বান জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here