শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
মুখ্যমন্ত্রী নবান্নে প্রতিশ্রুতি দিলেও তাতে আদৌ কতটা লাভ হবে সে বিষয়ে সংশয়ে টেট উত্তীর্ণরা। গত ৭ বছর ধরে শুধুমাত্র প্রতিশ্রুতি পেয়ে এসেছেন তারা সকলে।


মুখ্যমন্ত্রী ডিসেম্বর থেকে নিয়োগের কথা বললেও এখনও সেভাবে কোন কমিটি গঠনের উদ্যোগ চোখে পড়েনি। সেই কারণে রাজ্য সরকারের উপর চাপ বজায় রাখতে বুধবার বিকেল চারটে নাগাদ ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে বিক্ষোভ দেখাতে জড়ো হন বেশ কয়েকজন টেট উত্তীর্ণ পড়ুয়া।

কিন্তু আগে থেকে খবর পেয়ে যাওয়ায় ধরনায় বসার আগেই তাদের গ্রেফতার করে পুলিশ।প্রসঙ্গত, শিক্ষক পদে নিয়োগের দাবিতে আন্দোলনের ডাক দিয়েছিলেন টেট পাশ করা পরীক্ষার্থীরা।


কিন্তু কর্মসূচি ঘিরে সকাল থেকেই সক্রিয় ছিল পুলিশ। যদিও আন্দোলনকারীরা ভেবেছিলেন জায়গাটি ঘিরে রাখতেই পুলিশ এই ব্যবস্থা করেছে। গান্ধী মূর্তির তিন দিক ঘিরে তিনটি ক্যাম্প।
আরও পড়ুনঃ অনুমোদনহীন মাদ্রাসা শিক্ষকদের মিছিলে বাধা পুলিশের
ঘাঁটি গেড়ে ছিলেন ১৫০ পুলিশ কর্মী। বাস থেকে টেট পাশ করা চাকুরিপ্রার্থীরা নামতেই গ্রেফতার করা হয় তাঁদের।
‘এমন পরিস্থিতি গণতন্ত্রের জন্যে বিপজ্জনক’ এমনটাই বলেছেন আন্দোলনকারীরা। এভাবে শান্তিপূর্ণ অবস্থানে পুলিশ বাধা দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন সকলেই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584