নিয়োগের দাবিতে প্রাথমিক টেট উত্তীর্ণদের ডেপুটেশন, বিক্ষোভ

0
161

শুভব্রত সরকার, মুর্শিদাবাদঃ

আজ ২০১৪ সালের প্রাথমিক টেট উত্তীর্ণদের প্রায় ১৩০ জন প্রার্থী নিয়োগের দাবিতে ডেপুটেশন জমা দিলেন মুর্শিদাবাদ জেলাশাসকের কাছে। তাদের দাবি, তারা প্রত্যেকেই টেট উত্তীর্ণ প্রশিক্ষিত প্রার্থী হওয়া সত্ত্বেও দ্বিতীয়বার ইন্টারভিউ দিয়েও তাদের মেধাতালিকায় জায়গা হয়নি।

TET protesters
বিক্ষোভ সমাবেশ। নিজস্ব চিত্র

এদিন তারা জানান, পশ্চিমবঙ্গের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বিধানসভা ভোটের আগে ২০২০ সালের নভেম্বর মাসে প্রেস কনফারেন্স করে জানিয়েছিলেন প্রাইমারি ২০১৪ সালের টেট উত্তীর্ণ প্রায় ২০,০০০ হাজার প্রশিক্ষিত প্রার্থী রয়েছে। সেখান থেকে ১৬,৫০০ জনকে ২০২১ সালের ফেব্রুয়ারী মাসের মধ্যে নিয়োগ করা হবে এবং বাকিদের ধাপে ধাপে নিয়োগ করা হবে। কিন্তু বাস্তবে মেধাতালিকা প্রকাশিত হলে দেখা যায় সেখানে প্রায় ১২,০০০ হাজার প্রার্থীর নাম রয়েছে। প্রায় সাত থেকে আট হাজার প্রার্থী মেধাতালিকার বাইরে রয়েছেন।

TET qualified
নিজস্ব চিত্র

তাদের আরো অভিযোগ, মাননীয় মুখ্যমন্ত্রী সবাইকে নিয়োগের কথা বললেও পর্ষদ এখানেই নিয়োগ সম্পন্ন করতে চাইছে। ২০১৪ প্রাইমারি টেট পাশ প্রশিক্ষিত নন ইনক্লুডেড একতা মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের পক্ষ থেকে পর্ষদে বারবার যোগাযগ করা হলেও সেখান থেকে কোনো সদুত্তর মেলেনি। তারা প্রতি মাসে টুইট কর্মসূচি, ইমেইল কর্মসূচি ও চিঠি কর্মসূচির মাধ্যমে মাননীয়া মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। সেখান থেকেও কোনো আশানুরূপ ফল না আশায় তারা এখন প্রতিটি জেলায় ডি.এম অফিসে নিয়োগের দাবিতে ডেপুটেশন কর্মসূচি শুরু করেছে। তারা এদিন মুখ্যমন্ত্রী কাছে কাতর আবেদন রাখেন যে তারা যোগ্য হওয়া সত্ত্বেও বঞ্চিত। এদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে চাকরিপ্রার্থী তাদের অভিভাবক সহ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান, তাদের অনেকের সন্তানদের চাকরি বয়স শেষের দিকে, অনেকের বাড়িতেই অসুস্থ রোগী। তাদের সন্তানদের নিয়োগটা হলে অনেক পরিবার বেঁচে যাবে।

আরও পড়ুনঃ হিজাব মামলায় দ্রুত শুনানির আর্জি খারিজ সুপ্রিম কোর্টে, ছাত্রীদের সমর্থনে আজিম প্রেমজি বিশ্ববিদ্যালয়

এদিন তারা বহরমপুর ব্যারাক স্কয়ারে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল প্রদর্শন করেন। এদিন মিছিল চলাকালীন এক চাকরিপ্রার্থী অসুস্থও হয়ে পড়েন। এই দিনের কর্মসূচি থেকে তারা বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানান সকল প্রার্থীকে যেন এই মাসের মধ্যেই নিয়োগ করে তাদের বেকারত্বের জীবন যন্ত্রনা থেকে মুক্তি দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here