শ্যামচাঁদপুর হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসবে থ্যালাসেমিয়া সচেতনতা শিবির

0
310

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Thalassemia awareness camp at Shyamchandpur High School
রক্তের নমুনা সংগ্রহ করা হচ্ছে। নিজস্ব চিত্র

থ্যালাসেমিয়া বিষয়ে ছাত্র-ছাত্রীদের সচেতন করতে এগিয়ে এলো শ্যা মচাঁদপুর স্কুল।বছর ভর নানা ধরনের ক্রীড়া, সাংস্কৃতিক, সমাজসেবা ও উন্নয়ন মূলক কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে কেশপুর ব্লকের শ্যাসমচাঁদপুর সীতারাম জিউ হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী বর্ষ উৎসব।

Thalassemia awareness camp at Shyamchandpur High School 2
নিজস্ব চিত্র

সেই কর্মসূচির অঙ্গ হিসাবে খড়গপুর ভলান্টারি ব্লাড ডোনার্স এসোসিয়েশন ও থ্যারলাসেমিয়া সোসাইটি অব মেদিনীপুর ডিস্ট্রিক্ট এর সহযোগিতায় শ্যাযমচাঁদপুর হাইস্কুলে মঙ্গলবার ও বুধবার এই দুই দিন ধরে অনুষ্ঠিত হলো থ্যা লেসেমিয়া সচেতনতা ও থযাব লেসেমিয়া বাহক নির্ণয় শিবির।

আরও পড়ুনঃ চুয়াডাঙ্গা হাইস্কুলের আন্তর্জাতিক সামাজিক চলচ্চিত্র সম্মেলন

Thalassemia awareness camp at Shyamchandpur High School 3
নিজস্ব চিত্র

উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সম্পাদক গৌর মাল, সভাপতি দীপক কুমার মল্লিক, এলাকার গ্রাম প্রধান লাল মোহন পুইল্যা , সুবর্ণ জয়ন্তী উৎসব কমিটির সভাপতি জয়দেব দত্ত, সম্পাদক সুনীল কুমার মন্ডল, বিশিষ্ট সমাজসেবী নারায়ন চন্দ্র মন্ডল, অজিত নন্দী প্রমুখ বিশিষ্ট জনেরা।শিবিরে নবম ও দশম শ্রেণীর তিন শতাধিক ছাত্র ছাত্রীর রক্ত পরীক্ষা করা হয়।প্রধান শিক্ষক গৌর মাল জানান পরবর্তী শিবির মার্চ মাসে হবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here