শ্যামল রায়,কালনাঃ
সোমবার কালনা মহকুমা হাসপাতাল প্রাঙ্গণে এক চাকা সিদ্ধেশ্বরী ক্লাবের উদ্যোগে কালনা মহকুমা হাসপাতালের ব্যবস্থাপনায় থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।
এই থ্যালাসেমিয়া সচেতনতামূলক সেমিনারে উপস্থিত ছিলেন হাসপাতালে সুপার কৃষ্ণচন্দ্র বড়াই ও মহকুমা শাসক নিতীন সিংহানীয়া,এক চাকার কর্ণধার নরেশ চন্দ্র দাস, জেলা পরিষদের সদস্য আরতি হালদার,বিশিষ্ট শিক্ষাবিদ তাপস কুমার কার্ফা প্রমুখ।নরেশ চন্দ্র দাস জানিয়েছেন যে তারা থ্যালাসেমিয়ার উপরে একটি সমীক্ষায় কালনা মহকুমার ২৯ টি বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের ওপর সমীক্ষা চালিয়ে ছিলেন।সমীক্ষা চালানোর পরে বিভিন্ন বিদ্যালয়ের ১৬৩ জন ছাত্র ছাত্রীকে থালাসেমিয়ার জীবাণু মিলেছে।থ্যালাসেমিয়ার বাহক হিসাবে চিহ্নিত করাও গেছে।তাই এক চাকা সিদ্ধেশ্বরী ক্লাবের তরফ থেকে ঐ সমস্ত ছাত্র ছাত্রীর মা বাবাকে এই সেমিনারে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছিলেন।থ্যালাসেমিয়ায় আক্রান্ত হলে কি করতে হবে কি করনীয় সবিস্তারে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট চিকিৎসকরা।
আরও পড়ুনঃ পশুপাখিদের স্বাস্থ্য পরীক্ষা শিবির
এছাড়াও এই সেমিনারে উপস্থিত ছিলেন ১০৩ বারের রক্ত দাতা সুধীর সাহা নামে বিশিষ্ট সমাজসেবী।সুধীর সাহা জানিয়েছেন যে থ্যালাসেমিয়া নিয়ে তিনি বিভিন্ন গ্রামে নিয়মিতভাবে প্রচার চালান যাতে মানুষ সচেতন হতে পারে থালাসেমিয়া বিষয়ে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584