নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
লকডাউনে জেরে রক্ত সংকটের ফলে বিপাকে পড়েছেন মালদহের সাতশো জন থ্যালাসিমিয়া রোগী। এই পরিস্থিতিতে রাজ্যের ব্লাড ব্যাংকগুলির রক্তশূন্যতা কাটাতে উদ্যোগ নিলেন জেলা শাসক। তাই এই সংকটের হাত থেকে বাঁচতে রক্তদান আয়োজনকারী বিভিন্ন সংস্থাকে, ছোট ছোট করে রক্তদান শিবির সংগঠিত করার অনুমতি দিয়েছেন জেলা শাসক।
যদিও এদিন মালদহের জেলা শাসক রাজর্ষি মিত্র জানান, “বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার তরফে আমাকে এ ব্যাপারে অনুরোধ করা হয়েছিল। তবে এই পরিস্থিতিতে জেলার রক্ত সংকটের কথা সকলেই জানেন। তাই উদ্যোগী সংস্থাগুলিকে এগিয়ে আসার জন্য অনুরোধ জানানো হয়েছে”।
আরও পড়ুনঃ প্রশিক্ষন না দিয়ে ডাক্তারদের আয়ুষ হাসপাতালে পাঠানো যাবেনা, দাবি চিকিৎসকদের
এর পাশাপাশি উদ্যোগী সংস্থাগুলিকে ব্লাড ব্যাংকের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে মালদহ জেলায় স্বাভাবিক সময়ে ৬০ থেকে ৭০ ইউনিট রক্তের প্রয়োজন হয়ে থাকে। এখন লকডাউনের সময় অপারেশন কম হওয়ায় চাহিদা কিছুটা হলেও কমেছে রক্তের। চাহিদা কম হলেও, তাও দিন পিছু ৩০ থেকে ৪০ ইউনিট রক্তের প্রয়োজন হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584