নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ
বুধবার নিজেই বহরমপুরের বিভিন্ন রাস্তায় ঘুরে সাধারণ মানুষের থার্মাল স্ক্রিনিং টেস্ট করলেন সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। সাংসদ জানান, ‘যুব কংগ্রেসের উদ্যোগে স্ক্রিনিং টেস্ট প্রতিদিনই করা হচ্ছে। বিভিন্ন মহকুমার ওয়ার্ডে ওয়ার্ডে ঘুরে কর্মীরা এই স্বাস্থ্য পরীক্ষা করছেন।’

এদিন সাংসদ নিজে সেই উদ্যোগে সামিল হয়ে বহরমপুর শহরের বিভিন্ন পথচলতি মানুষ, সবজি বিক্রেতাদের স্ক্রিনিং টেস্ট করলেন। সেইসঙ্গে মানসিক হাসপাতালের বাইরে রোগীর পরিবারের বেশ কয়েকজনের স্ক্রিনিং করলেন তিনি। মাস্ক পরিয়ে দিলেন শিশু থেকে শুরু করে বয়স্ক সকলকে।
আরও পড়ুনঃ কর্মহারাদের জন্য রাজ্যসরকারের নতুন প্রকল্প ‘কর্মভূমি’
সাংসদ এদিন জানান, ‘যে হারে সংক্রমণের সংখ্যা বাড়ছে, তাতে ভারত পাঁচ নম্বর স্থানে উঠে এসেছে। সরকারের পক্ষ থেকে আরও বেশি করে উদ্যোগ নিয়ে সঠিকভাবে মানুষের এই টেস্ট করা উচিত যাতে সংক্রমণ আর বেশী বাড়তে না পারে।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584