সংক্রমণ রুখতে এবার থানাতে প্রবেশের আগে কর্মীদের থার্মাল স্ক্রিনিং

0
42

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ

বর্তমানে নোভেল করোনা ছড়ানোর হাত থেকে রাজ্যবাসীকে সতর্ক করার লক্ষ্যে তৎপর হয়েছে রাজ্য প্রশাসন থেকে স্বাস্থ্য দফতর। কিন্তু তারই মধ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যাও।

Thermal screening | newsfront.co
থানাতেও থার্মাল স্ক্রিনিং। নিজস্ব চিত্র

প্রতিনিয়ত পরিস্থিতির ওপর নজরদারী চালাচ্ছে জেলা প্রশাসন। তাই শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে তমলুক থানায় শুরু হল থার্মাল স্ক্রিনিং।

আরও পড়ুনঃ দশ কামরা বিশিষ্ট আইসোলেশন ট্রেন পৌঁছল বর্ধমানে

যদিও পুলিশ সূত্রে খবর,এদিন তমলুক থানার অফিসার থেকে শুরু করে থানার রাঁধুনি পর্যন্ত সকলকেই থার্মাল স্ত্রিনিং করা হয়। তাছাড়া করোনা ভাইরাস মোকাবিলার জন্য মূলত এই কর্মসূচি গ্ৰহণ করা হয়েছে বলে জানা গিয়েছে।

কারণ বর্তমান পুলিশ প্রশাসন সহ রাজ্য স্বাস্থ্য দফতর এই মহামারী ভাইরাসের বিরুদ্ধে লড়াই করছে। তাই তাদের উপর রাজ্য সরকারের তরফ থেকে বিশেষ নজরদারি চলছে। এটা তার নয়া উদ্যোগ বলে মনে করছে বিশিষ্টজনেরা।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here