নিজস্ব সংবাদদাতা, উত্তর দিনাজপুরঃ
বুধবার থেকে রায়গঞ্জের বিভিন্ন জনবহুল এলাকায় পুরসভার স্বাস্থ্যকর্মীরা সামাজিক দূরত্ব বজায় রেখেই শুরু করছেন থার্মাল স্ক্রিনিং। ডিজিটাল থার্মাল গান স্ক্যানারের মাধ্যমে বাসিন্দাদের শরীরে জ্বর রয়েছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
কারও জ্বর ধরা পড়লে স্বাস্থ্যকর্মীরাই তাঁকে রায়গঞ্জ মেডিক্যালের ফিভার ক্লিনিকে নিয়ে গিয়ে চিকিৎসার ব্যবস্থা করছেন। পুরপ্রধান সন্দীপ বিশ্বাস জানান, ‘করোনা সংক্রমণ যাতে না ছড়ায়, তাই পুরসভার তরফে শহরের বিভিন্ন জনবহুল এলাকায় বাসিন্দাদের থার্মাল স্ক্রিনিং করার কাজ শুরু হয়েছে।’
আরও পড়ুনঃ ভিন রাজ্য থেকে বাস বোঝাই পরিযায়ী শ্রমিক এলেন মালদহে
থার্মাল স্ক্রিনিংয়ের কাজে পুরসভার ৫০ জন স্বাস্থ্যকর্মীকে ঘুরিয়ে ফিরিয়ে কাজে লাগানো হচ্ছে। স্বাস্থ্যকর্মীরা ২৭টি ওয়ার্ডের বিভিন্ন জনবহুল এলাকায় ঘুরে স্বাস্থ্য পরীক্ষা করছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584