স্বাধীনোত্তর ভারতে প্রথম মহিলা অর্থমন্ত্রীর বাজেট পেশের সূচনা

0
98

ওয়েবডেস্ক,নিউজ ফ্রন্টঃ

woman finance minister | newsfront.co
ফাইল চিত্র

স্বাধীনতার পর প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে আজ বাজেট পেশের সূচনা নির্মলা সীতারামনের।নির্মলার বাজেট পেশের সঙ্গে সঙ্গেই ভারতের সংসদ এক অসামান্য অভিজ্ঞতার সাক্ষী পার্লামেন্ট।

তবে শুধু ইতিহাস গড়লেই হবে না, নির্মলার এই বাজেটের দিকে তাকিয়ে রয়েছে সারা বিশ্ব।মাত্র মাস দেড়েক আগে ঐতিহাসিক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় এসেছে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার। ফলে এই সরকারের প্রতি আমজনতার বহু চাহিদা রয়েছে।

he 2019 budget of india | newsfront.co
ফাইল চিত্র

এখন দেখার নির্মলা তা পূরণ করতে পারেন কি না। শুধু রাজনৈতিকভাবেই নয় এই বাজেটে অর্থনৈতিকভাবেও অনেক চাহিদা রয়েছে সরকারের কাছে। কী ভাবে দেশের মানুষের ব্যয়ক্ষমতা বাড়ানো যায়, সেদিকেও জোর দিতে হবে সরকারে। একইসঙ্গে নোট বাতিল ও জিএসটি’র জোড়া ধাক্কায় অর্থনীতির গতি যে শ্লথ হয়েছিল, তা বৃদ্ধির দিকেও জোর দিতে হবে, বলেই মনে করছে ওয়াকিবহালমহল।

বাজেটের আগের দিন গতকাল সকাল সাড়ে ন’টার মধ্যেই নর্থ ব্লকে তাঁর অফিসে চলে আসেন নির্মলা৷ তারপর শুরু হয় বৈঠকের পালা৷ প্রথমে অর্থনৈতিক উপদেষ্টা কে ভি সুব্রহ্মণ্যমের সঙ্গে দীর্ঘ বৈঠক করলেন বাজেট ও অর্থনৈতিক সমীক্ষা নিয়ে৷ সেটা শেষ করে ছুটলেন সংসদে৷ বেলা বারোটায় প্রশ্নোত্তরপর্বের পর স্পিকার ওম বিড়লা আর্থিক সমীক্ষা পেশ করার জন্য ডাকলেন অর্থমন্ত্রীকে৷ নির্মলা অর্থনৈতিক সমীক্ষা লোকসভায় পেশ করলেন৷

একইসঙ্গে আমজনতা যে বিষয়টির উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে থাকে তা হল, আয়করের সীমা বৃদ্ধির বিষয়টি। গত দু’বছর কেন্দ্রীয় সরকার এই সীমার কোনও পরিবর্তন করেনি। এবার নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে এসে মোদি সরকার সেদিকে দৃষ্টি দেবে বলেই আশা করছেন সকলে।

আমজনতা ও বণিকমহল প্রথম মহিলা অর্থমন্ত্রীর কাছ থেকে বেশ কয়েকটি সিদ্ধান্ত আশা করছে, এর মধ্যে রয়েছে কর্পোরেট করের পরিমাণ ৩০ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা। আয়করের সীমা ২.৫ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৩ লক্ষ টাকা করা। দেশের আর্থিক বৃদ্ধিকে ৮ শতাংশে নিয়ে যেতে কী পদক্ষেপ করা হয়, সেদিকেও নজর রয়েছে সকলের।

স্বচ্ছ ভারত ও বেটি বাঁচাও, বেটি পড়াও প্রকল্পের জায়গায় আনা হতে পারে ‘সুন্দর ভারত’ ও ‘বেটি আপকি ধনলক্ষী ঔর বিজয়লক্ষী’ প্রকল্প। ন্যূনতম মজুরি প্রতি তিন জনে এক জনে পান না বলে উঠে এসেছে এই সমীক্ষায়। দিকপাত করা হয়েছে কৃষি ক্ষেত্রেও, যে দিকে সব নজর থাকবে আজ।

এর পাশাপাশি, কর্মসংস্থান, স্বনির্ভরতা, দৈনিক মজুরী বৃদ্ধি, বিলগ্নীকরণের পরিমাণ বাড়িয়ে কোষাগারে বেশি অর্থের যোগান এই সবই নজরে থাকবে।

এছাড়াও, রেল বাজেটের দিকেও সকলের নজর থাকবে। নতুন প্রকল্পের পাশাপাশি, যাত্রী সুরক্ষা ও স্বাচ্ছন্দ্যে সরকার কতটা জোর দেয় সেটা দেখার বিষয়। এগুলি ছাড়াও, আয়ুষ্মান ভারত, কৃষকদের ন্যূনতম নিশ্চিত আয়, মহিলাদের জন্য বিশেষ ঋণের ব্যবস্থার মতো একাধিক নয়া প্রকল্প এবারের বাজেটে ঘোষণা করতে পারেন অর্থমন্ত্রী। এখন দেখার নিজের প্রথম বাজেট পেশ করে আমজনতাকে কী কী উপহার দেন তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here