বিজেপির অবস্থান বিক্ষোভ ঘিরে ধুন্ধুমার কাণ্ড পটাশপুরে

0
44

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ

সোমবার বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি পটাশপুর দক্ষিণ মন্ডলের ৬নং গোপালপুর অঞ্চলে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব এবং ৬নং গোপালপুর অঞ্চলের উপ-প্রধান প্রভুরাম দাসের বিরুদ্ধে কাটমানি এবং প্রভূত দূর্নীতিতে যুক্ত থাকায় এবং এলাকায় পানীয় জলের কল বন্ধ করে দেওয়ার প্রতিবাদে অবস্থান বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।

নিজস্ব চিত্র

এ দিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি কাঁথি সাংগঠনিক জেলার কিষাণ মোর্চার সভাপতি মোহনলাল সী,জেলা সম্পাদক দীপক মিশ্র, জেলা মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা সাথী পট্টনায়ক, জেলার প্রাক্তন কিষাণ মোর্চা সভাপতি অশোক দাস প্রমুখ নেতৃবৃন্দ ও দলীয় সমর্থক-সহ সাধারণ জনগন এবং গ্রামবাসীবৃন্দ।

সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে চলা এই অবস্থান বিক্ষোভে হঠাৎই দলীয় সমর্থকদের নিয়ে প্রবেশ করেন কাটমানি ও দূর্নীতি সংক্রান্ত অভিযোগে অভিযুক্ত উপ-প্রধান প্রভুরাম দাস।

আরও পড়ুনঃ স্থায়ী করনের দাবিতে অস্থায়ী কলেজ কর্মীদের অবস্থান বিক্ষোভ

এর পরই তিনি ও তাঁর সঙ্গীরা উপস্থিত ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব ও কর্মী-সমর্থকগনের উদ্দেশ্যে অকথ‍্য গালাগালি শুরু করেন বলে অভিযোগ।যার ফলে উপস্থিত দলীয় সমর্থক ও জনতার এবং গ্রামবাসীগনের রোষ গিয়ে পড়ে প্রভুরাম দাস ও তাঁর সঙ্গে থাকা পঞ্চায়েত সদস‍্য মণি গিরি ও সঙ্গীদের উপর।

এলাকায় কাটমানি গ্রহন ও দূর্নীতির মুখ প্রভুরাম দাসের উপর এমনিতেই সাধারণ জনগন ও গ্রামবাসীগণ ক্ষুব্ধ ছিলেন।তারপর এ দিনের এই ঘটনা ও তৎসঙ্গে পানীয় জলের কল বন্ধ করে দেওয়ার মত অমানবিক কাজ,সেই বিক্ষোভকে আরও বাড়িয়ে তোলে বলে বিজেপি সূত্রের খবর।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পটাশপুর থানার বিশাল পুলিশ বাহিনী।পুলিশ আসার পর তৃণমূল নেতা প্রভুরাম দাস অভিযোগ করে বলেন, ভারতীয় জনতা পার্টির কর্মীগন তাঁকে, মণিবাবুকে এবং তাঁদের সঙ্গীদের মারধর করে।

কিন্তু বিজেপির দাবি, সম্পূর্ন মিথ্যে ও ভিত্তিহীন অভিযোগ।এই ঘটনায় পুলিশ ভারতীয় জনতা পার্টির আট-দশ’জন কর্মী-সমর্থককে গ্রেফতার করে এবং দলীয় কর্মীদের দশ-বারোটি সাইকেল ও মোটর সাইকেল আটক করেছে বলে জানা গিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here