অবসরপ্রাপ্ত শিক্ষক নেতৃত্ব সত‍্যকিংকর হাজরাকে এবিটিএ-এর সম্মাননা

0
46

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

the abta respect to the satyakinkor hazra
নিজস্ব চিত্র

সংগঠনের ঘরোয়া সভায় সম্মাননা জানানো হলো বিশিষ্ট শিক্ষক নেতৃত্ব তথা পদার্থবিদ‍্যার শিক্ষক সত‍্যকিংকর হাজরাকে।নিখিল বঙ্গ শিক্ষক সমিতির (এবিটিএ) মেদিনীপুর গ্রামীণ আঞ্চলিক শাখার উদ্যোগে ঘরোয়া ভাবে সম্বর্ধনা জানানো হলো শিক্ষকতা জীবন থেকে সম্প্রতি অবসর নেওয়া শিক্ষক নেতৃত্ব,সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির কোষাধ্যক্ষ সত‍্যকিংকর হাজরাকে।

the abta respect to the satyakinkor hazra
শিক্ষক সত্যকিংকর হাজরাকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে।নিজস্ব চিত্র
the abta respect to the satyakinkor hazra
নিজস্ব চিত্র
the abta respect to the satyakinkor hazra
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ সাহিত্য আকাদেমি পুরস্কারে সম্মানিত ঝাড়গ্রামের দুই কৃতি

শনিবার বিকেলে সমিতির পশ্চিম মেদিনীপুর জেলা দফতরে গোলোকপতি ভবনে আয়োজিত এই ঘরোয়া সভায় উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক বিপদতারণ ঘোষ,সদর মহকুমা সম্পাদক জগন্নাথ খান,আঞ্চলিক শাখা সম্পাদক শান্তনু সিনহা,সভাপতি সুদীপ কুমার খাঁড়া,জেলা নেতৃত্ব সুরেশ পড়িয়া,মহকুমা নেতৃত্ব পল্লব সরকার সহ আঞ্চলিক শাখার সদস্যগণ।

সংগঠনের পক্ষ থেকে সত‍্যবাবুর হাতে পুষ্পস্তবক সহ উপহার তুলে দেওয়া হয়।উপস্থিত সদস্যদের মিষ্টিমুখ করান সত‍্যবাবু।উল্লেখ্য গত ৩০ শে এপ্রিল মেদিনীপুর সদর ব্লকের খয়েরুল্লাচক নেতাজি বিদ‍্যামন্দির থেকে অবসর নেন পদার্থ বিজ্ঞানের শিক্ষক সত‍্যকিংকর হাজরা।এদিনের সভার সভাপতিত্ব করেন সংগঠনের গ্রামীণ আঞ্চলিক শাখার সভাপতি সুদীপ কুমার খাঁড়া।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here