অস্কার গ্যালারিতে সম্মানিত সৌমিত্র চট্টোপাধ্যায়, ঋষি কাপুর, সুশান্ত সিং রাজপুত

0
59

নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ

‘দ্য অ্যাকাডেমি’র ইন মেমোরিয়াম ভিডিওতে ইরফান-ভানু ছাড়াও স্মরণ করে নেওয়া হয় আমেরিকান তারকা চ্যাডউইক বোজম্যান ও ব্রিটিশ অভিনেতা শন কনারিসহ বহু বিশিষ্টদের। প্রয়াতদের প্রতি সম্মান জানাতে মঞ্চে হাজির ছিলেন মার্কিন অভিনেত্রী অ্যাঞ্জেলা ব্যাসেট।

actors | newsfront.co

এই ভিডিয়োয় জায়গা পাননি কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, সুশান্ত সিং রাজপুত এবং ঋষি কাপুর। আর তা নিয়ে কিছুটা হলেও মনক্ষুণ্ণ হয় প্রয়াত অভিনেতাদের ভক্তকূলের। কিন্তু তাতে কী? ‘ইন মেমোরিয়াম’ ভিডিয়োয় জায়গা না পেলেও অস্কার গ্যালারিতে এই তিন ভারতীয় অভিনেতাকে স্মরণ করে নিয়েছে ‘দ্য অ্যাকাডেমি’।

আরও পড়ুনঃ অস্কারের মঞ্চে সম্মানিত ইরফান খান, ভানু আথাইয়া

বিশ্ব চলচ্চিত্রে তাঁদের অবদানকে স্বীকৃতি দেওয়া হয় এদিন। জানানো হয় বিনম্র শ্রদ্ধা।প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের জামাইবাবু, বিশাল কৃতী টুইটারে এই সম্মানের জন্য ধন্যবাদ জানান ‘দ্য অ্যাকাডেমি’কে। অস্কারের গ্যালারিতে জায়গা করে নেওয়া সুশান্তের ছবির স্ক্রিনশটও শেয়ার করেন তিনি।

২০২০ ছিল হারানোর বছর ২০২১-ও কিছু কম খেল দেখাচ্ছে না। একের পর এক নক্ষত্রকে হারিয়েছে বিশ্ব চলচ্চিত্রজগত। তাঁদের মধ্যে কয়েকজন বিশিষ্টকে ‘ইন মেমোরিয়াম’ ভিডিয়োয় শ্রদ্ধা জানানো হয়। কয়েকজনকে আবার অস্কার গ্যালারিতে শ্রদ্ধা জানানো হয়। এভাবেই সম্পন্ন হল এবারের ‘দ্য অ্যাকাডেমি’ আয়োজিত ৯৩ তম অস্কার আসর।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here