হেলমেটহীন বাইক আরোহী,দুর্ঘটনায় মৃত্যু দুই আহত এক

0
45

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

The accident of bike rider without helmet
দুর্ঘটনাগ্রস্থ।নিজস্ব চিত্র

উড়িষ্যা থেকে খড়্গপুর আইআইটি আসার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু অভিনব অত্রি ও হরসিৎ চৌল নামে দুই পড়ুয়ার।একই বাইকে থাকা অপর আরোহী ভবানী সিং চৌলকে গুরুতর আহত অবস্থায় মেদিনীপুর মেডিকেল কলেজে নিয়ে আসা হলে রাতেই তাকে রেফার করা হয় কলকাতায়।জানা গিয়েছে শুক্রবার রাত ২টা৫০ নাগাদ ৬০ নং জাতীয় সড়কের উপর খড়গপুর লোকাল থানার মোহনপুরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

The accident of bike rider without helmet
নিজস্ব চিত্র

দুর্ঘটনার কবলে পড়া ছাত্রদের মধ্যে প্রত্যেকেই খড়গপুর আইআইটির ফাইনাল ইয়ারের পঞ্চম সেমিস্টারের ছাত্র।কিভাবে দুর্ঘটনাটি ঘটল তার সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাইকটি রংরুটে আসার কারণে মুখোমুখি সংঘর্ষ হয় এক লরির সাথে।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরোহীদের কারুর মাথাতেই হেলমেট ছিল না।

আরও পড়ুনঃ ভাতারে পথ দুর্ঘটনায় আহত তিন

The accident of bike rider without helmet
নিজস্ব চিত্র

পাশাপাশি ছাত্ররা মদ্যপ ছিল কিনা সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।জানা গিয়েছে অভিনব অত্রির বাড়ি আলিগড়ে,হরষিত চৌলের বাড়ি হরিয়ানাতে এবং ভবানী সিং চৌলের বাড়ি রাজস্থানের বিকানিরে।দুর্ঘটনাটি নিয়ে আইআইটি কর্তৃপক্ষ এখনই কিছু বলতে নারাজ।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here