সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ
মদ্যপ অবস্থায় যুবককে খুন করার অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে।মৃত বুবাই ঘরুই,বাড়ি উস্থি থানার কানপুরে।গত তিনদিন আগে বন্ধুদের সঙ্গে মগররাহাট মাগুরপুকুরে যায়। সেখানে তিন বন্ধু কানাই ঘোষ, প্রসেনজিৎ ঘোষ ও বুবাই ঘরুই একসাথে মদ্যপান করে,পরে বাড়িতে খবর আসে পথ দুর্ঘটনা হয়েছে।মগরাহাট থানার পুলিশ সেই দেহ উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায়।কিন্তু বৃহস্পতিবার রাত্রে চিকিৎসাধীন বুবাই এর মৃত্যু হয়।
পরিবারের পক্ষ থেকে দাবী করা হয় যে,বুবাই এর মৃত্যু পথ দুর্ঘটনায় হয় নি তাকে খুন করা হয়েছে,পথ দুর্ঘটনা হলে অপর দুই বন্ধু তাকে ছেড়ে পালায় কিভাবে?ঘটনার পর থানায় লিখিত অভিযোগ করে দায়ের করা হয়েছে।পেশায় জরি কারবারি ছিল বুবাই,পুরানো শত্রুতার জেরে এই খুন বলে মনে করছে পরিবার।ঘটনার পর আজ সকালে খুনের মামলা রুজু করে পুলিশ।মৃত বুবাই বিজেপির কর্মী ছিল বলে দাবি বিজেপির জেলা সভাপতি অভিজিৎ দাস (ববির)।কিন্তু বুবাই এর মৃত্যুর কারন কারন রাজনৈতিক নয় বলেই উল্লেখ পরিবারের।পুরনো বন্ধুত্বের শক্রুতার জেরেই এই খুন।আজ উস্তি কানপুরের বাড়ীতে বিজেপির এক প্রতিনিধিদল আসে মৃত বুবাই এর বাড়িতে।প্রতিনিধি দলে ছিল জেলা সভাপতি অভিজিত দাস সহ- সভাপতি সুফল ঘাঁটু মণ্ডল সভাপতি বরুন মন্ডল,তারা পরিবারের নিকটাত্মীয়দের সঙ্গে কথা বলেন।পরে উস্তি থানায় যান আইনী সহায়তায় খুনীদের গ্রেফতারের দাবি নিয়ে।অভিযুক্ত দুই বন্ধু পলাতক।
আরও পড়ুন: পূর্ন বয়স্ক হস্তিনীর মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584