লজ্জা! সেটে অভিনেত্রীকে ধাক্কা অভিনেতার

0
344

নিউজফ্রন্ট, বিনোদন ডেস্কঃ

বাংলা ধারাবাহিক ‘জিয়ন কাঠি’ আজ জনপ্রিয়তার শীর্ষে৷ এতদিন সব ঠিকই চলছিল। হঠাতই ছন্দপতন৷ ‘জিয়ন কাঠি’র সেটে অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মার সঙ্গে খারাপ ব্যবহার করে বসলেন অভিনেতা জয় মুখার্জি।

জয় মুখার্জি,অভিনেতা। ছবিঃ প্রতিবেদক

ঐন্দ্রিলা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, “আমার একটা শট শেষ হলে আমার মায়ের একটি জরুরি কল আসে। আমি কথা বলতে বলতেই জয় অন্য শটের জন্য হাজির হয় ফ্লোরে। আমাকে ফোনে কথা বলতে দেখে জয় নানারকমের আজেবাজে কথা বলতে থাকে আমার উদ্দেশ্যে। আমি মাকে বলি একটু পরে ফোন করতে। কারণ তখন জয় অলরেডি চলে এসেছে ফ্লোরে।

ঐন্দ্রিলা শর্মা, অভিনেত্রী। ছবিঃ হটস্টার

মায়ের সঙ্গে কথা বলাটা জরুরি ছিল। তাই আমি ফ্লোরের বাইরে গিয়ে কথা বলি মায়ের সঙ্গে। সেখানে গিয়ে জয় আমার দু’হাত চেপে ধরে আমাকে আঘাত করে। পাশাপাশি অশ্রাব্য গালিগালাজ করে। সবাই তাকে থামাতে গেলে সে থামে না৷ আমি বুঝতেই পারলাম না কেন করল জয় এটা!”

জিওন কাঠি ধারাবাহিকের একটি দৃশ্য। ছবিঃ প্রতিবেদক

আরও জানা গেছে, ঘটনাটি ঘটার পর আর্টিস্ট ফোরামকে গোটা বিষয়টি জানান ঐন্দ্রিলা। পুলিশ সেটে এলে গোটা ব্যাপারটা অস্বীকার করেন জয়। সবাই অবাক হয় এতে।
প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও নিজের প্রাক্তন প্রেমিকার সঙ্গে দুর্ব্যবহারের কারণে পুলিশি ঝামেলায় জড়িয়ে পড়েন জয়। শুধু তাই নয়, ইউনিটের অন্যান্যদের সঙ্গেও প্রতিদিন অত্যন্ত খারাপ ব্যবহার করেন তিনি। ইউনিটের কেউ আজ আর কাজ করতে চাইছেন না জয়ের সঙ্গে। এই ঘটনার পর গতকাল জয় এবং ঐন্দ্রিলা কেউই আসেননি সেটে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here