মনিরুল হক, কোচবিহারঃ
নির্বাচনের আগে ফের জেলা পুলিশে রদবদল করা হল । বদলি করা হল কোচবিহার জেলার অতিরিক্ত পুলিশ সুপার লাল্টু হালদারকে। তাঁকে রাজ্যের টেলিকমিউনিকেশনের অতিরিক্ত পুলিশ সুপার করে পাঠানো হল। তার জায়গায় কোচবিহারে নতুন অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে আসছেন কুমার সান্নি রাজ। এতদিন তিনি মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার এসডিপিও পদে ছিলেন ।
দিন কয়েক আগেই বদলি করা হয় কোচবিহার কোতোয়ালি থানার আইসি সৌম্যজিৎ রায়কে। তার বদলির নির্দেশ আসতেই ঝড় উঠে যায় সোশ্যাল মিডিয়ায়। বদলি রদের দাবিতে জোড়া ডেপুটেশন কর্মসূচি গ্রহন করা হয় কোচবিহারে। কোচবিহার নাগরিক চেতনা মঞ্চের পক্ষ থেকে জেলা শাসক ও জেলা পুলিশ সুপারের হাতে ডেপুটেশন তুলে দেওয়া হয়। তাদের দাবি, আইসি সৌম্যজিৎ রায়ের বদলি রদ করতে হবে।
কোচবিহার নাগরিক চেতনা মঞ্চের সদস্যরা সেদিন জানান, আইসি স্যার আসার আগে সাধারণ মানুষ থানায় যেতে ভয় পেত, কিন্তু সাধারণ মানুষের সাথে মিশে গিয়ে শহরকে তিনি যে ভাবে আগলে রেখেছেন, এর আগে কোনও পুলিশ অফিসারকে তা করতে দেখা যায়নি। এছাড়া দুষ্কৃতী দমনে তৎপর তিনি। যার জেরে অনেকটাই কমে গিয়েছে অপরাধের সংখ্যা।
আরও পড়ুনঃ নন্দীগ্রামে হাফ লাখ ভোটে মুখ্যমন্ত্রীকে হারাতে না পারলে রাজনীতি ছেড়ে দেবোঃ শুভেন্দু
সামনেই বিধানসভা নির্বাচন, মঞ্চের আশঙ্কা, ভোটের আগে এই বদলির ফলে জেলার শান্তি শৃঙ্খলা ব্যাঘাত ঘটতে পারে। বাড়তে পারে রাজনৈতিক হিংসাও। তিনি কঠোর হাতে এসব বিষয় সুন্দর ও সঠিক ভাবে সামলেছিলেন। মঞ্চের বক্তব্য, নতুন আইসি যিনি আসবেন তার এই বিষয়ে বুঝে উঠতে অনেকটাই সময় লেগে যাবে। তাই মঞ্চের পক্ষ থেকে দাবি, নির্বাচন পর্যন্ত সময়ে তাকে জেলায় রাখলে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকবে।
একদিকে যখন সৌম্যজিৎ বাবুর বদলি রুখতে কর্মসূচি গ্রহণ করছে শহরবাসী, এরই মধ্যে বদলি করা হল জেলার অতিরিক্ত পুলিশ সুপারকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584