রিচা দত্ত, মুর্শিদাবাদঃ
মুর্শিদাবাদের ফরাক্কা থানার ঝাড়খণ্ড লাগোয়া গ্রামগুলিকে করোনা ভাইরাসের সতর্ক বার্তার জন্য পথে নামলো ফরাক্কা পুলিশ প্রশাসন এবং স্বাস্থ্যকর্মীরা। করোনা ভাইরাসের সতর্কতা নিয়ে ফরাক্কা ঝাড়খণ্ডের বর্ডারে পথচলতি মানুষদেরকে পরামর্শ দিলেন তাঁরা।
কারণ স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অনুযায়ী যদি কেউ ঝাড়খণ্ড থেকে পশ্চিমবাংলায় আসে তাদেরকে করোনা ভাইরাস সম্পর্কে সতর্ক করা হচ্ছে।
আরও পড়ুনঃ শরীরে নেই করোনা ভাইরাস, স্বস্তির নিঃশ্বাস রোগীর
এছাড়াও যদি কেউ আক্রান্ত হয়ে থাকে তবে তাদেরকে সঠিক পরামর্শ দেওয়া হচ্ছে। গোটা বিশ্বে যখন করোনা ভাইরাস নিয়ে মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে, সেখানে দাঁড়িয়ে পশ্চিমবাংলার মুর্শিদাবাদ জেলার ফরাক্কা থানার বিভিন্ন এলাকা ঘুরে প্রচার করছে পুলিশ প্রশাসন ও স্বাস্থ্যকর্মীরা।
যাতে মানুষের মধ্যে এই করোনা ভাইরাস নিয়ে বিভ্রান্তির সৃষ্টি না হয়। আর যাতে মানুষ সুস্থ সবল থাকে তার জন্যই এই উদ্যোগ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584