এলাকায় গুজব রুখতে প্রশাসনিক বৈঠক কালচিনিতে

0
30

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

the meeting against rumor report
নিজস্ব চিত্র

গুজবে কান না দেওয়ার জন‍্য বাসিন্দাদের কাছে আবেদন জানালো কালচিনি ব্লক প্রশাসন। উল্লেখ্য,কিছু দিন যাবৎ ধরে কালচিনি ব্লকের বিভিন্ন এলাকায় বিশেষত চা বলয়ে গুজব রটেছে এলাকায় ছেলাধরা ঘুরে বেড়াচ্ছে। জনগণ যাতে গুজবে কান না দেন এর জন‍্য সোমবার কালচিনি বিডিও অফিসে কালচিনি ব্লকের বিভিন্ন গ্ৰাম পঞ্চায়েতের প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের সদস‍্য,ট্রেড ইউনিয়ন নেতাদের নিয়ে বৈঠক ডাকেন কালচিনি বিডিও।

the meeting against rumor report
ভূষণ শেরপা।সমষ্টি উন্নয়ন আধিকারিক।নিজস্ব চিত্র
the meeting against rumor report
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ রামকেলি মেলার আয়োজনে জেলা প্রশাসনের সর্বদলীয় বৈঠক

এদিন বৈঠক শেষে কালচিনি বিডিও ভূষণ শেরপা জানান, “চা বলয়ে ছেলে ধরা ঘুড়ছে এই নিয়ে গুজব রটেছে তাই জণগণ যাহাতে গুজবে আইন শৃঙ্খলা হাতে তুলে না নেন তার জন‍্য আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে গ্ৰাম পঞ্চায়েতে পক্ষ থেকে এই বিষয়ে প্রতিটি গ্ৰাম পঞ্চায়েত এলাকায় সচেতনতা শিবির করা হবে পাশাপাশি মাইকিংও করা হবে।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here