নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুরঃ
প্রত্যেক বছর বর্ষার সময় ডেঙ্গুর প্রকোপ বাড়ে গোটা রাজ্যে।সেই লক্ষ্যে আগে থেকেই সরকারের তরফ থেকে গ্রামেগঞ্জে থেকে শুরু করে শহর এর সচেতনতা করা হয়।অন্যদিকে বর্ষার সময় গ্রামে নিকাশী নালার দুরবস্থার জন্য রাস্তার জল বাড়িতে ঢুকে যায় ফলে সমস্যার সম্মুখীন হতে হয় গোটা এলাকাবাসীদের।
পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে বিস্তীর্ণ এলাকায় গত কয়েক দিনের বর্ষার ফলে এলাকায় জলমগ্ন আর নিকাশী নালার দুরবস্থার কারণে এই রকম পরিস্থিতি এমনই অভিযোগ স্থানীয় গ্রামবাসীদের।
তাদের আরও অভিযোগ ভোটের সময় এলে বিভিন্ন নেতা মন্ত্রীরা তাদের বাড়িতে এসে অনেক প্রতিশ্রুতি দেন,আদিম সেই প্রতিশ্রুতি ছিটেফোটাও লক্ষ্য করা যায় না গোটা এলাকায় এমনই অভিযোগ গ্রামবাসীদের।
যদিও ভুলা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুব্রত বিশ্বাস এর মুখ থেকে সাফাইয়ের কথা শোনা গেল।তার বক্তব্য, “আমরা এই ডেঙ্গু জ্বরের ব্যাপার নিয়ে অনেক আগে থেকেই সচেতন বর্ষা আসার তিন-চার মাস আগে থেকেই গ্রামে গ্রামে গিয়ে প্রচার এবং স্কুল কলেজ এই প্রচারের অঙ্গ আমি ধরেছি,এছাড়াও ডেঙ্গু আক্রমণ রুখতে প্রশাসনের তরফ থেকে স্প্রে মেশিন রেডি করে ফেলেছি,এছাড়াও যে এলাকাগুলিতে রাস্তা ঘাটে জল জমছে নিকাশি নালার ব্যবস্থা নেই সেসব এলাকায় লোক পাঠিয়ে এলাকা পরিছন্নতা এবং নিকাশি নালা পরিষ্কার করে জল বার করে দেয়া হচ্ছে।”
আরও পড়ুনঃ ডেঙ্গু সচেতনতা সভায় গরহাজির ক্লাব
অন্যদিকে কোলাঘাট বিডিও মদন মন্ডল জানান, “ডেঙ্গুকে নিয়ে আমরা প্রচুর চিন্তিত তার জন্য আগে থেকে আমরা বাড়িতে বাড়িতে গিয়ে সচেতনতার মাধ্যমে বিভিন্ন কর্মসূচি নিচ্ছি, এছাড়াও এলাকায় অতিরিক্ত বৃষ্টি,জল নিকাশি নালার বেহাল দশা হচ্ছে তার জন্য আমরা সবসময় তৈরি আছি মোকাবিলা করার জন্য।” সব মিলিয়ে এলাকায় জল জমলেও গ্রামের পাশে যে প্রশাসন আছে তা বলা বাহুল্য।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584