সুদীপ পাল,বর্ধমানঃ
মসলিন প্রায় হারিয়ে যাওয়া একটি শিল্পের নাম। সেই শিল্পকে উজ্জীবিত করতে উদ্যোগী হলেন রাজ্যের ক্ষুদ্র ও কুটিরশিল্প মন্ত্রী স্বপন দেবনাথ। শিল্পীরা বলছেন, মসলিন কাপড় বুনেও বিক্রি করতে গিয়ে দাম পান না।ফলে সংসার চালানো খুব সমস্যা হচ্ছে।
বাধ্য হয়ে এই পেশা ছেড়ে দিচ্ছেন অনেকেই। বর্ধমানের টাউনহলে তাঁত বস্ত্র মেলার উদ্বোধন করতে এসে স্বপনবাবু বলেন, মসলিন বাংলার গর্ব। ধীরে ধীরে এই শিল্প বিলীন হয়ে যাচ্ছে।
কিন্তু নতুন করে মসলিন কাপড় তৈরি করা হবে এই জেলায়। তার খরচ দেবে রাজ্য সরকার। তিনি বলেন, ‘আমাদের মসলিন শিল্প আবার মাথা তুলে দাঁড়াবে।’ প্রায় আট কোটি টাকা ব্যয় করে তৈরি করা হবে ‘মসলিন ক্লাস্টার’।
আরও পড়ুনঃ প্রশাসনের উদ্যোগে দুই শিশু পেল বাসস্থান ও শিক্ষার আলো
এক দশক আগে পূর্বস্থলী,সমুদ্রগড়ের শিল্পীরা নিজেদের কাজ বাঁচিয়ে রাখতে মসলিন কাপড় বুনতে শুরু করেন।কিন্তু দাম না মেলায় বন্ধ হয়ে যায় ক্রমশ সেই শাড়ি বোনা।
জেলার গ্রামীণ খাদি দপ্তর এই কাজ বাঁচিয়ে তুলতে উদ্যোগী হয়েছে। প্রায় ৭ কোটি ৮১ লক্ষ টাকার পরিকল্পনা নেওয়া হয়েছে। দেখা হচ্ছে জমি। মনে করা হচ্ছে এতে তাঁতিদের কর্মসংস্থানের একটা সুযোগ তৈরি হবে।
বর্ধমান টাউনহলে যে মেলা শুরু হয়েছে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। শাড়ির সম্ভার নিয়ে প্রায় পঞ্চাশটি দোকান বসেছে। মেলার উদ্বোধনে হাজির ছিলেন জেলাশাসক বিজয় ভারতী, জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, সভাধিপতি দেবু টুডু, বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584