পুলিশি তৎপরতায় ডাইনি অপবাদে নিগৃহীতা বৃদ্ধা বাড়ি ফিরলেন

0
64

হরষিত সিং,  মালদহঃ
মালদা থানার পুলিশের উদ্যোগে নিজের বাড়িতে ফিরে গেলেন ডাইনি ঘোষিত সত্তর বছরের এক বৃদ্ধা৷মঙ্গলবার পুলিশের উদ্যোগে নিজের বাড়িতে ফিরে গিয়েছেন তিনি৷এই ঘটনায় পুলিশের ভূমিকা প্রশংসিত হচ্ছে পুরাতন মালদায়৷পুলিশ সুত্রে জানা গিয়েছে অত্যাচারিত বৃদ্ধার নাম লক্ষ্মী বেসরা৷ বাড়ি পুরাতন মালদা ব্লকের যাত্রাডাঙা গ্রাম পঞ্চায়েতের তিলভোগ গ্রামে৷স্বামীর মৃত্যুর পর ছেলে গণেশ বাস্কের সংসারে থাকতেন লক্ষ্মীদেবী৷

ডাইনি অপবাদে নিগৃহীতা বৃদ্ধা। ছবিঃ অভিষেক দাস 

গণেশ ও তার স্ত্রী নাচন হাঁসদা কৃষিশ্রমিক৷তাদের মেয়ে সুমিতা বাস্কে যক্ষারোগে আক্রান্ত হয়ে বছর দুয়েক আগে মারা যায়৷সেই ঘটনায় লক্ষ্মীদেবীকে দায়ী করে গণেশ-নাচন৷অভিযোগ, তারা লক্ষ্মীদেবীকে ডাইনি অপবাদ দেয়৷ বৃদ্ধার উপর শুরু হয়ে যায় অকথ্য অত্যাচার৷মাস দুয়েক আগে এক রাতে লক্ষ্মীদেবীকে বাড়ি থেকে বের করে দেয় ছেলে ও বউমা৷ অ-শক্ত শরীরে কোনোরকমে লক্ষ্মীদেবী গ্রামের ধারে থাকা একটি বটগাছের নীচে আসেন৷পরদিন সকালে পায়ে হেঁটে সেখান থেকে ১০ কিলোমিটার দূরে ভাবুক গ্রাম পঞ্চায়েতের ঝাড়পুকুরিয়া গ্রামে তাঁর মেয়ে মারাংময়ী বাস্কের বাড়িতে পৌঁছোন৷মারাংময়ী ও তাঁর স্বামী কার্তিক সোরেন যোগাযোগ করেন গণেশের সঙ্গে কিন্তু গণেশ ও তার স্ত্রী সাফ জানিয়ে দেয়, লক্ষ্মীদেবী ডাইনি৷ তারা আর তাঁকে ঘরে ফেরাবে না৷ শেষ পর্যন্ত গত শুক্রবার স্থানীয় মালদা থানায় গোটা ঘটনা লিখিতভাবে জানান মারাংময়ী৷আসরে নামে পুলিশ৷গত রবি ও সোমবার পুলিশ ও ব্লক দপ্তরের উদ্যোগে তিলভোগ গ্রামে বসে আলোচনা সভা, সেখানে প্রশাসনিক আধিকারিকরা বোঝান, ডাইনি বলে কিছু হয় না৷ সবই কুসংস্কার৷ মঙ্গলবার মালদা থানায় লক্ষ্মীদেবীর সঙ্গে কথা বলে গণেশ ও তার স্ত্রী৷ লিখিত মুচলেকা দিয়ে তারা জানায়, আর লক্ষ্মীদেবীর উপর কোনও অত্যাচার হবে না৷ এরপরেই পুলিশ বৃদ্ধাকে নিজের বাড়িতে পৌঁছে দেয়৷ঘটনায় পুরাতন মালদার বিডিও নরোত্তম বিশ্বাস বলেন, পুলিশের কাছ থেকেই তাঁরা ঘটনাটি জানতে পারেন৷বিষয়টি জেনে তিনি ওই বৃদ্ধার বাড়িতে প্রতিনিধি দল পাঠান৷দলের সদস্যরা বৃদ্ধার ছেলে ও পুত্রবধূকে বোঝান, ফুকসিন বা ডাইনি বলে কিছু নেই৷এসব কুসংস্কার৷ তদন্তে তাঁরা জানতে পেরেছেন, পারিবারিক গোলমালের জেরেই এই ঘটনা ঘটেছে৷এই মুহূর্তে সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে৷ওই বৃদ্ধা নিজের বাড়িতে ফিরে গিয়েছেন৷

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here