নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
রাজ্যের সমস্ত চাষিদের জৈবিক পদ্ধতিতে এবং বর্তমান বিজ্ঞান প্রযুক্তিতে চাষাবাদ করে দ্বিগুণ ফসলের পাওয়ার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার।
ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন জেলা ও ব্লক স্তরে চলছে কৃষিমেলা। সেই লক্ষ্যেই শুক্রবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত গুজার খারুই নিউ তরুণ সংঘের পরিচালনায় এবং কৃষি দফতর শহীদ মাতঙ্গিনী ব্লক ও শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির উদ্যোগে অনুষ্ঠিত হল তিন দিনব্যাপী মাটি, কৃষি, উদ্যান পালন, খাদ্য, মৎস্য, কৃষি বিপনন, সমবায় ও প্রাণী সম্পদ মেলা।
আরও পড়ুনঃ বড়দিনে পথকুকুরদের নিয়ে পিকনিক, সচেতনামূলক সমাবেশ বৈঁচিগ্রামে
মেলাতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের কৃষিকর্মাধক্ষ্য সেখ সাজাহান আলি, পঞ্চায়েত সমিতির সভাপতি দিবাকর জানা এবং আরও অনেক অতিথিবৃন্দ। এই মেলাতে বিভিন্ন শাক সবজি, ফুল, মাছ ইত্যাদির প্রদর্শনীর ব্যবস্থা করে এই দফতর। এই মঞ্চ থেকে কৃষক বন্ধুর চেক তুলে দেওয়া হয় কৃষকদের হাতে। এছাড়াও কৃষকের মৃত্যু বন্ধুর দু’লাখ টাকার চেক তুলে দেওয়া হয় কৃষক পরিবারগুলির হাতে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584