নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
শুরুর দিনই ভিড় উপচে পড়ল মহকুমা কৃষিমেলাতে। বৃহস্পতিবার থেকে আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের বঞ্চুকামারি হাটখোলা এলাকায় শুরু হয়েছে এই মহকুমা কৃষিমেলা। এই মেলার আনুষ্ঠানিক নাম দেওয়া হয়েছে ‘মাটি, কৃষি, উদ্যান পালন, খাদ্য, মৎস্য, কৃষি বিপনণ সমবায় ও প্রাণী সম্পদ মেলা ২০১৯’।
এই মেলাতে কৃষি ও মৎস্য পালন সম্পর্কিত বিভিন্ন দফতর তাদের স্টল দিয়েছে। এই মেলা চলবে তিন দিন। মেলার উদ্বোধন করেন আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি শীলা দাস সরকার। এছাড়াও বিভিন্ন প্রশাসনিক আধিকারিকরা এই মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আরও পড়ুনঃ প্রমিলা বাহিনীর জেলা সম্মেলন কোচবিহারে
আলিপুরদুয়ার ১ নম্বর ব্লকের সহ-কৃষি অধিকর্তা অজিত রায় বলেন, “প্রবল উৎসাহ নিয়ে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দফতরের সহায়তায় এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলাতে খাদ্য , সমবায়, উদ্যান পালন, কৃষি-সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও ফার্মার্স ক্লাবগুলোর স্টল রয়েছে।
আরও পড়ুনঃ যাদব সভা সম্মেলনে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ
মেলার তিন দিনে কৃষক বন্ধু প্রকল্প, বাংলার শস্য বীমা যোজনা-সহ বিভিন্ন সরকারি প্রকল্পে কৃষকদের নথিভুক্ত করা হবে। এছাড়া স্থানীয় ও বহিরাগত শিল্পীদের দ্বারা প্রতিদিনই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584