দিনহাটায় কৃষিমেলার শুভ উদ্বোধন

0
40

অমৃতা চন্দ, কোচবিহারঃ

বুধবার থেকে কৃষি মেলা শুরু হয় দিনহাটা ২ নম্বর ব্লকের মর্নেয়া বাজার সংলগ্ন মাঠে। রাজ্যের কৃষি দফতরের উদ্যোগে কৃষি মেলা শুরু হয়।

agriculture fair in dinhata | newsfront.co
কৃষিমেলার শুভ উদ্বোধন। নিজস্ব চিত্র

এ দিন সন্ধ্যায় প্রদীপ জ্বালিয়ে এই মেলার শুভ উদ্বোধন করেন রাজ্যের বন উন্নয়ন নিগমের চেয়ারম্যান বিধায়ক উদয়ন গুহ। উপস্থিত ছিলেন দিনহাটা ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বীরেন্দ্র বর্মন, দিনহাটা ২ নম্বর ব্লক-সহ কৃষি অধিকর্তা ডঃ প্রবোধ মন্ডল প্রমুখ।

আরও পড়ুনঃ পারদ নামতেই নলেন গুড়ের স্বাদে বিহ্বল বাঙালি

এ দিনের এই কৃষি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক উদয়ন গুহ বলেন, কৃষি এই সমাজের ভিত্তি। এই কৃষির আরও উন্নয়ন ঘটাতে হলে কৃষকদের আরও কৃষিকাজ সম্পর্কে সুশিক্ষিত হতে হবে।

চাষবাসের ক্ষেত্রে সেকেলে পদ্ধতি আঁকড়ে ধরে থাকলে চলবে না। তাদের আধুনিক চাষবাস সম্পর্কে দক্ষ হয়ে উঠতে হবে। সেই লক্ষ্যে এ ধরনের কৃষি মেলার আয়োজন।

আরও পড়ুনঃ শিক্ষকতার প্রশিক্ষণ নিয়ে মুরগির ব্যবসা করে স্বাবলম্বী বংশীহারীর মিলন

তিনি বলেন, রাজ্য সরকার কৃষকদের জন্য নানা পরিকল্পনা নিয়েছে। সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হলে সকলের সহযোগিতা দরকার।

সূত্রের খবর, তিন দিন ধরে এই মেলা চলবে। মেলায় কৃষি দফতর, ‘মিশন নির্মল বাংলা’-সহ বেশ কিছু স্টল খোলা হয়েছে। এই কৃষিমেলাকে ঘিরে এলাকার মানুষের মধ্যে প্রচণ্ড উদ্দীপনা দেখা দিয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here