নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
পুজোর আগে বড় সাফল্য আলিপুরদুয়ার জেলা পুলিশের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অসম থেকে পাচার হওয়ার সময় কালচিনি থানার নিমতি চৌপথি এলাকার ৩১নং জাতীয় সড়ক থেকে বার্মিজ সেগুন কাঠসহ দুটি লরি আটক করেছে পুলিশ।

গ্রেপ্তার করা হয়েছে দুটি লরির চালক ও খালাসি সহ চার জনকে। বাজেয়াপ্ত ওই বার্মিজ সেগুনের বাজার মূল্য প্রায় ত্রিশ লক্ষ টাকা বলে দাবি পুলিশের।


আরও পড়ুনঃ দুই পাচারকারী সহ লক্ষাধিক টাকার সেগুন কাঠ উদ্ধার
অপর একটি অভিযানে চুরি যাওয়া ১০ টি নতুন মোবাইল ‘সেট’ উদ্ধার করেছে আলিপুরদুয়ার থানার পুলিশ। শহরের বীরপাড়া এলাকার একটি মোবাইলের দেকান থেকে গত ৩ সেপ্টেম্বর চুরি হয়েছিলো নতুন মোবাইল সেট।
তদন্তে নেমে পুলিশ চার জনকে গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার করা হয় ১০ টি নতুন মোবাইল সেট। আলিপুরদুয়ারের পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জানিয়েছেন, “পুজোর আগে পুলিশি অভিযান আরও জোরদার করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584