শ্যামল রায়, কালনাঃ
শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন নির্মল চট্টোপাধ্যায় নামে এক বৃদ্ধ । বৃদ্ধ হবার কারণেই বাড়ির সকলের কাছে বোঝা হয়ে দাঁড়িয়েছেন এমনটাই আক্ষেপ করে চোখের জল ফেলতে ফেলতে জানালেন বৃদ্ধ নির্মল বাবু। শুক্রবার তিনি বাড়ির বাইরে বাঁশের মাচায় বসে জানালেন যে বাড়ির থেকে তাকে এক কথায় বের করে দেওয়া হয়েছে। তাই বাড়ির বাইরে তাঁবু খাটিয়ে বাঁশের মাচা বানিয়ে এখানেই তাকে থাকতে হয় প্রায় না খেয়েই। জানা গেছে যে অসুস্থ বৃদ্ধ বাবাকে পায়ে শেকল দিয়ে বেঁধে খোলা আকাশের নিচেই রেখে দেয়া হয়। অপরদিকে বাড়ির লোকেদের দাবি বাড়ির পাশে পুকুর ও বাবার খামখেয়ালিপনার জন্যই পায়ে শেকল বেঁধে রাখা হয়। কোথাও চলে যাওয়ার ভয়ও রয়েছে।
ঘটনাটি কালনা শহরের তিন নম্বর ওয়ার্ডের কদম তলার। জানা গেছে যে তার ছেলে-বৌমা ভাড়া বাড়িতেই থাকে, দিনমজুরের কাজ করে সংসার চালায়।
কিন্তু বৃদ্ধ নির্মল বাবু চোখে ভালো দেখতে পান না, ভীষণ ভাবে অসুস্থ।
তবে বাবাকে শিকল দিয়ে বেঁধে রাখার ব্যপারটি স্থানীয়দের অনেকেই এটা মানতে নারাজ। এটা চুড়ান্ত অমানবিক কাজ বলে মনে করছেন অনেকেই। স্থানীয় কাউন্সিলর সুনীল চৌধুরীও এই খবর চাউর হতেই পরিবারের লোকজনের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন।
তবে,
নির্মল বাবু চোখের জল ফেলে জানালেন তার স্ত্রী সন্তান থাকা সত্ত্বেও তিনি আজ বড় অসহায়। তিনি বলেন,”আমার কোন অভিযোগ নেই কারুর বিরুদ্ধে। এটা আমার জীবনের কর্মফল।
তবে সকলে যদি একটু আমাকে দেখভাল করতো তাহলে আমি মানসিকভাবে শান্তি পেতাম। আমি অসুস্থ, যদি কেউ চিকিৎসা করাতো তাহলে আশা করি আমি সুস্থ হয়ে উঠতে পারতাম। কিন্তু কে আর করে?”
আরও পড়ুন: একটি কিডনিতে জীবন ধারন,অন্যটি বিক্রি করে জীবন যাপন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584