নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ


সদ্য বিজেপিতে যোগ দেওয়া বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁয়ের বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ আনলেন তাঁর পিসতুত ভাই প্রশান্ত মন্ডল।যদিও অভিযোগকারী সংবাদ মাধ্যমের কাছে কি বিষয়ে সাংসদের বিরুদ্ধে অভিযোগ করেছেন সে বিষয়ে মুখ খুলতে চান নি।প্রশান্ত সৌমিত্র খাঁয়ের সম্পর্কিত ভাই একই সাথে তিনি এলাকায় তৃণমূল কর্মী হিসাবেও পরিচিত।সূত্রের খবর,বড়জোড়ার মালিয়াড়া গ্রামের বাসিন্দা প্রশান্ত মন্ডলের কাছ থেকে সাংসদ চাকরি করে দেওয়ার নাম করে বেশ কিছু টাকা নেন কিন্তু অভিযোগকারীর চাকরি হয় নি।তাই অভিযুক্ত সাংসদের বিরুদ্ধে তিনি বড়জোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।এ বিষয়ে বিজেপির অরুপ দে জানান যে,তৃণমূল রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই এই অভিযোগ।অপরদিকে তৃণমূলের সুখেন বিদ জানান যে,বহু দুর্নীতির সাথেই সাংসদ সৌমিত্র খাঁ জড়িয়ে পড়েছিল।দলের কাছেও সে খবর এসেছিল,দল সে বিষয়ে ব্যবস্থা নিতে উদ্যত হতেই তিনি বিজেপিতে আশ্রয় নেন

আরও পড়ুন: বৈধ নথি থাকা সত্ত্বেও প্রধান শিক্ষককে কাজে যোগ দিতে বাধা দেওয়ার অভিযোগ
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584