শ্যামল রায়,কালনাঃ
কালনা থানা এলাকায় এক বধুর মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।পরিবার সূত্রে জানা গিয়েছে মৃত বধুর নাম অনিমা মাঝি(২২)।বাড়ি কালনা থানা এলাকায় উপলতি গ্রামে।
মৃতবধূর বাবা প্রদীপ মাঝি বুধবার কালনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগপত্রে লিখেছেন যে মেয়েকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে।নদীয়া জেলার শান্তিপুর এলাকার বাসিন্দা প্রদীপ মাঝি আরও জানিয়েছেন যে,বিগত তিন বছর আগে মেয়ের বিবাহ দেওয়া হয় ওকালতি গ্রামের প্রতাপ মাঝির সাথে।
আরও পড়ুন: শৌচাগারে অগ্নিদগ্ধ হয়ে গৃহবধূর মৃত্যু
অভিযোগ যে,বিয়ের পর থেকেই মেয়ে অনিমার উপর মানসিক এবং শারীরিক অত্যাচার চালিয়ে আসছিলেন জামাই শ্বশুর শাশুড়ি সহ লোকজনেরা।এছাড়াও আরও অভিযোগ যে,বিয়ের পর থেকেই অধিক পণের দাবি করে আসছিলেন তারা।
অথচ বিয়ের সময় ত্রিশ হাজার টাকা নগদ এবং তিন ভরি সোনার গহনা দেওয়া হয়েছিল মেয়েকে,সেই সাথে আসবাব পত্র।অথচ বিয়ের পর থেকেই আরো বেশি বেশি পণের দাবি করেছিলেন।এই নিয়ে বিবাদ লেগেই থাকত বাড়িতে।একটি দেড় বছরের কন্যা রয়েছে।
এই ঘটনায় জামাই প্রতাপ মাজি,শ্বশুর লক্ষন মাজি, শাশুড়ি রাধারানী মাজির নামে অভিযোগ করা হয়েছে। অভিযুক্তরা সকলেই পলাতক।পুলিশ তাদের ধরতে সব রকম উদ্যোগ গ্রহণ করেছে বলে জানা গিয়েছে।
বধূর বাপের বাড়ির লোকেদের আরো অভিযোগ যে তাদের মেয়েকে মেরে হাসপাতালে এনে পালিয়ে যায় জামাইও তাদের পরিজনেরা। তখন মরদেহ হাসপাতালে রেখে দেওয়া হয়।
পাড়ার অন্য লোক মারফত মেয়ের মৃত্যুর কথা বাপের বাড়ির লোকজনেরা জানতে পারেন।অভিযোগ মেয়েকে মেরে ফেলা হয়েছে। পুলিশ জানিয়েছে অভিযোগ পেয়ে আসামীদের ধরতে খোঁজখবর শুরু হয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584