নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলা থেকে রাজ্য সরকারের দেওয়া কৃতী শিক্ষক হিসাবে শিক্ষারত্ন পুরস্কার পেল শালবনী ব্লকের ভাদুতলা বিবেকানন্দ হাই স্কুলের প্রধান শিক্ষক অমিতেশ চৌধুরী।জানা যায় অমিতেশ চৌধুরী ১৯৯৭ সালের ২৩ শে এপ্রিল ঝাড়গ্রাম এর কুমুদ কুমারি ইনস্টিটিউট এ সহ শিক্ষক পদে যোগদান করেন।
এরপর ২০০৯ সালে ৩০শে অক্টোবর শালবনি ব্লকের ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুল প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন।এরপর ২০১১ সালে ভারত অলা বিবেকানন্দ হাই স্কুল উচ্চ মাধ্যমিক স্তরের স্বীকৃতি পায়।এরপর ২০১৩ সালের ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের নির্মল বিদ্যালয় কিভাবে পুরস্কার প্রাপ্ত হয়।
আরও পড়ুনঃ জেলার দুই সর্বজনগ্রাহ্য প্রধান শিক্ষক পাচ্ছেন শিক্ষারত্ন
পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক চর্চা খেলাধুলায় রাজ্যস্তরে সাফল্য অর্জন করেছে এই স্কুল, ছাত্র ছাত্রীর কাছে অভিভাবক এবং স্থানীয় বাসিন্দাদের কাছে খুব ভালো মানুষ হিসাবে অমিতেশ বাবু পরিচিত। আগামী ৫ সেপ্টেম্বর রাজ্য সরকারের পক্ষ থেকে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে শিক্ষক দিবস অনুষ্ঠানে অমিতেশবাবুর হাতে শিক্ষারত্ন পুরস্কার তুলে দেয়া হবে বলে জানা যায়।
অমিতেশ বাবু বলেন, “আমার লক্ষ্য ছাত্রছাত্রীদের আরো বেশি করে যুক্তিবাদী মনন গড়ে তোলা,জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি বিষয়ে তারা যাতে যুক্তি দিয়ে বিচার বিবেচনা করতে পারে সেইরকম মানসিকতা তাদের মধ্যে গড়ে তোলা,তবে এই খবর শোনার পর যথেষ্ট গর্ববোধ বলে মনে করেন ভাদুতলা স্থানীয় বাসিন্দারা।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584