শিলিগুড়িতে জেলা নেতৃত্বের প্রতি ক্ষোভে কর্মীদের পদত্যাগ অব্যাহত বিজেপিতে

0
61

বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ

the anger of the district leadership in Siliguri
পদত্যাগ।নিজস্ব চিত্র

ফের একবার লোকসভা ভোটের আগেই গ্রামীণ এলাকায় বড় ধাক্কা খেল বিজেপি। শিলিগুড়ি মহকুমা গ্রামীন এলাকার ফাঁসিদেওয়া ব্লক ও মাটিগাড়া ব্লকের ২৫ জন বিজেপি কর্মী তারা তাদের পদ থেকে পদত্যাগ করলেন। শনিবার বিধাননগরে এক সাংবাদিক বৈঠকে করে একথা জানা তারা।এদের মধ্যে রয়েছে ফাঁসিদেওয়া বিধানসভা কেন্দ্রের পালক অজয় বিশ্বাস,এস সি মোর্চার সম্পাদক নিমাই ভক্ত,শিলিগুড়ি জেলা কমিটির সদস্য অমর বালা সুশান্ত বিশ্বাস ও বিধাননগর মহিলা মোর্চার নেত্রী চন্দ্রা দর্জি সহ মন্ডল কমিটির সদস্যরা।বিজেপির এস সি মোর্চার সম্পাদক নিমাই ভক্ত বলেন যে, জেলা কমিটি কোনো রকম ভাবে তাদের সাথে সহযোগিতা করছেন না বরং খাতায়-কলমে নানা রকম ভাবে কর্মীদের নাম বসিয়ে পদ দেওয়া হচ্ছে। জেলার নেতৃত্ব আমাদের গ্রামীণ এলাকায় এসে কোন সাংগঠনিক বৈঠক করছেন না।এর ফলে অসুবিধায় পড়তে হচ্ছে গ্রামীণ কর্মীদের।এই বিষয়ে বহুবার জেলা স্তরের নেতৃত্বদের বলা হলেও তারা কোন পদক্ষেপ নেয়নি।তাই আমরা এদিন পদ থেকে পদত্যাগ করলাম। শিলিগুড়ি জেলা কমিটির সদস্য অমর বালা বলেন প্রায় অনেকদিন হয়েছেল আমাদের জেলা সভাপতি একবারের জন্যও আমাদের গ্রামীণ এলাকাগুলিতে এসে সভা করেনি।আর অসুবিধার সম্মুখীন হচ্ছি আমরা তাই এদিন পদ থেকে সরে আসলাম।এর পাশাপাশি তিনি আরও বলেন যে আমরা আমাদের রাজ্য নেতৃত্বকে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত সময় দিলাম।আর সেই সময়ের মধ্যে যদি কোন ব্যবস্থা না নেয় তাহলে অন্য কোন ব্যবস্থা নেব। প্রসঙ্গত গত কয়েকদিন আগেই বিজেপি ছেড়েছে চার নেতা। এবং তার পরেই একবার ফের ২৫ জন বিজেপি কর্মী তারা তাদের পদ থেকে ইস্তফা দিল।অন্যদিকে এই বিষয়ে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা তথা ফাঁসিদেওয়া ব্লক সভাপতি কালজ ঘোষ বলেন যে শুনেনি বিজেপির জেলা কমিটির সদস্য সহ বেশ কয়েকজন তারা তাদের পদ থেকে পদত্যাগ করেছে।পদত্যাগীরা যদি রাজ্য সরকারের উন্নয়নের ভাগীদার হতে চায় তাহলে তাদের সব সময় দরজা খোলা রয়েছে।

আরও পড়ুন: টক-ঝাল ফুলকপি

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here