নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ
জঙ্গলে চোরা শিকারি আর দুষ্কৃতিদের আগুন লাগানোর জেরে বিপন্ন জেলার জঙ্গলের পশুরা। বাঁকুড়ার বেলিয়াতোড়ের কুশমা গ্রাম লাগোয়া জঙ্গল থেকে আগুন থেকে বাঁচতে একটি হরিণ লোকালয়ে ঢুকে পড়লে গ্রামের কুকুরের কামড়ে হরিণটি জখম হয়।
কুকুরের আক্রমণের হাত থেকে বাঁচতে সে ছুটতে গিয়ে গর্তে পড়ে যায়। কাদার গর্তে পড়ে হরিণটির পা ভেঙ্গে যায়। সেই অবস্থায় গ্রামবাসীরা হরিণটিকে উদ্ধার করে বন দফতরের হাতে তুলে দেয়। বন দফতর আজ বেলিয়াতোড় থেকে হরিণটিকে বাঁকুড়া পশু চিকিৎসা কেন্দ্রে এনে চিকিৎসা শুরু করেছে।
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে ২৫ হাজার টাকা দিল অলিগঞ্জ ‘প্রাক্তনী’
পশু চিকিৎসক হরিণের ভাঙ্গা পা জোড়া লাগিয়ে দিয়েছেন। তবে, এই পায়ে যে ভাবে চোট রয়েছে তাতে করে সংক্রমণের আশঙ্কা করছেন চিকিৎসকরা। তবে,কুকুরের কামড়ের জন্য জলাতঙ্কের ইঞ্জিকশন দেওয়া হয়েছে। এই অবস্থায় বেলিয়াতোড়ের জঙ্গল জুড়ে নজরদারি চালাচ্ছে বন দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584