ডোমকল এসডিও অফিস-গার্লস কলেজ চত্বরে জারি ১৪৪ ধারা

0
383

নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদঃ

মুর্শিদাবাদের ডোমকল এসডিও অফিস ও গার্লস কলেজ চত্বরে ১৪৪ ধারা জারি করলেন ডোমকল সাব ডিভিশন ম্যাজিস্টেট।

the announced in domkal sdo office and girls college | newsfront.co
ফাইল চিত্র

আজ, ২৩ নভেম্বর সকাল ৬ টা থেকে ৩০ নভেম্বর সন্ধ্যা ৬ টা পর্যন্ত এই এলাকায় কোনও ভিড় বা জমায়েত কেউ করতে পারবে না। যদি কেউ কোনও গন্ডগোল করে, তাহলে তা আইনত দণ্ডনীয় অপরাধ বলে গণ্য হবে।

রাজ্যপালের দ্বারোদঘাটনের পরে শুক্রবার সকাল থেকে ডোমকল মহকুমাশাসকের দফতরের পিছনে কলেজের নিজস্ব জমিতে প্রাচীর দেওয়ার কাজ চলছিল।

Domkal Girls' College | newsfront.co
ডোমকল গার্লস কলেজ। ফাইল চিত্র

অভিযোগ উঠেছিল ডোমকলের এসডিও সন্দীপ ঘোষ অজ্ঞাত কারণে তাঁর নিরাপত্তারক্ষী নূর হোসেন ও এসডিও অফিসের এক গাড়ি চালককে দিয়ে কাজ বন্ধ করার ফরমান জারি করেন। প্রাথমিক ভাবে মহকুমা শাসকের প্রভাবে ভয় পেয়ে কাজ বন্ধ করেও দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ।

the announced in domkal sdo office and girls college | newsfront.co
আনিসুর রহমান(স্থানীয় বিধায়ক), সভাপতি কলেজ পরিচালন সমিতি। ফাইল চিত্র

আরও পড়ুনঃ নতুন ব্রীজ চালু হলেও নিষেধাজ্ঞা জারি বাইক চলাচলে

পরে এ ঘটনা জানাজানি হতেই কলেজের সকল ছাত্রীরা ঘেরাও করে মহকুমাশাসককে। ঘটনা নিয়ে মহকুমা শাসক সন্দীপ ঘোষকে বারবার ফোন ও মেসেজ করা সত্ত্বেও তিনি মুখ না খুললে ডোমকলের বিধায়ক তথা কলেজ পরিচালন সমিতির সভাপতি আনিসূর রহমান মহকুমা শাসকের বিরুদ্ধে এক্তিয়ার বহির্ভূত বেআইনি হুকুম জারির অভিযোগ করেছিলেন।

তবে কি আজ এর জেরেই আজ এমন সিদ্ধান্ত?— এলাকাবাসীকে ভাবনায় ফেলেছে বিষয়টি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here