শিবশংকর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
সীমান্ত লাগোয়া জেলা দক্ষিণ দিনাজপুর। বিভিন্ন কারনে অনেক বাংলাদেশি নাবালক দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন হোমে বন্দী অবস্থায় আটকে রয়েছে।
সেই সমস্ত বন্দী নাবালকদের যতটা সম্ভব দ্রুত ফেরত পাঠানোর উদ্দেশ্যে দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন হোম পরিদর্শন করলেন বাংলাদেশের মন্ত্রী বি.এম জামাল হোসেন সহ পাঁচ জন বাংলাদেশি প্রতিনিধি।
আরও পড়ুনঃ ঘোষনাই সার, ধূমপান মুক্ত জেলায় উড়ছে ধোঁয়া
আজ এই পরিদর্শক দলের সাথে ছিলেন দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক নিখিল নির্মল ও অতিরিক্ত জেলা শাসক প্রণব ঘোষ। এছাড়াও ছিলেন অন্যান্য আধিকারিকরা। তাঁরা দক্ষিণ দিনাজপুর জেলার বালকদের জন্য সব থেকে বড় সরকারি হোম শুভায়ন হোমও ঘুরে আসেন।
বাংলাদেশের মন্ত্রী জানান তাঁরা অতি দ্রুত শুভায়ন হোমে বন্দী ১৯ জন নাবালকদের নিজেদের দেশে প্রত্যার্পনের ব্যবস্থা করবেন। তাদের সাথে আগামী ২৪ তারিখ আরও ৩ জন বাংলাদেশি নাবালক প্রত্যার্পিত হবে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584