অমৃতা চন্দ,কোচবিহারঃ
বৃহস্পতিবার পুলিশ লাইন ময়দানে অনুষ্ঠিত হলো ৬১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে এই ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দু’দিন ধরে চলবে এই ক্রীড়া প্রতিযোগিতা এতে অংশগ্রহণ করবে জেলার বিভিন্ন থানার পুলিশ কর্মীরা। আজ সকাল থেকে এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কে ঘিরে পুলিশ লাইন ময়দানে ছিল সাজো সাজো রব।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, কার্যকরী সভাপতি পার্থ প্রতীম রায়, কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ,পুলিশ সুপার সন্তশ নিম্বালকার, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সানা আক্তার, দিনহাটা আই সি সঞ্জয় দত্ত সহ অন্যান্য আধিকারিকরা।
আরও পড়ুনঃ যাদব সভা সম্মেলনে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ
পুলিশ সুপার সন্তশ নিম্বালকার বলেন,”পুলিশ ডিপার্টমেন্ট এ অত্যন্ত জরুরি বিষয় হলো খেলা-ধুলা। খেলাধুলা শারীরিক সক্ষমতার পাশাপাশি মানসিক বিকাশে সাহায্য করে।শারীরিক সক্ষমতা এবং মানসিক বিকাশ দুটোই দরকার পুলিশের তাহলেই মানুষের পাশে সব সময় থাকতে পারবে। যেকোনো চ্যালেঞ্জের মুখোমুখি হওয়ার জন্য খেলাধুলা অত্যন্ত জরুরী বিষয় বলেও তিনি জানান।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584