পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
ভিন রাজ্যে শ্রমিকের কাজে করতে গিয়ে হাজিপুর রেল দুর্ঘটনায় মৃত্যু হল চাকুলিয়ার তিন শ্রমিকের।বারসই রেলস্টেশন থেকে সীমাঞ্চল এক্সপ্রেস ধরে শ্রমিকের কাজে কেউ দিল্লি, কেউ আগ্রা যাচ্ছিলেন। বিহারের হাজিপুরের কাছে রবিবার রেল দুর্ঘটনায় মারা যান বাংলার এই তিন শ্রমিক ।
তাঁদের সঙ্গে ছিলেন এলাকার অনেকেই। তাঁরা কোনক্রমে প্রাণে বেঁচে গেছেন। তাঁরাই তিন জনের দেহ সনাক্ত করে নিহতদের পরিবারকে খবর দেন। জানা গেছে, চাকুলিয়া থানা এলাকার নিহত তিন শ্রমিকের মধ্যে একজন মহিলা। তার নাম বিবি সায়েদা (৪০)।সে কোনা গ্রামের বাসিন্দা। তার স্বামী আইনাল হক আজ থেকে বিশ বছর আগে মারা গেছেন।অভাবের তাড়নায় তিনি শ্রমিকের কাজ করতেন আগ্রায়।
আরও পড়ুনঃ পেশাগত দাবীতে আন্দোলন জীবনবীমা এজেন্টদের
পরিবারে এক ভাই ও এক বোন রয়েছে। কিন্তু তারা সবাই আলাদা থাকে। বিবি সায়েদার বোন রাহেমা খাতুন বলেন,” বাড়ি থেকে যাওয়ার সময় দিদি আমাকে বলেছিলেন এবার যায়। তবে এবার ফিরে এসে বাইরে কাজ করবো না। কিন্তু আমার দিদি এই ভাবে চলে যাবে তা ভাবতে পারছি না।”
এদিকে অপর বাকি নিহত শ্রমিকরা হলেন মহঃ সামশুদ্দিন (২২) ও আনসার আলম( ১৮)। তাঁরা বিবি সায়েদার পাশের কামাত গ্রামের বাসিন্দা। মহঃ সামশুদ্দিনের পরিবারে পাঁচ ভাই ও এক বোন রয়েছে। ভাই হিসেবে তিনি পাঁচ নম্বর। বাবা মা মারা যাওয়ার পর ছোট বোন আকলিন খাতুনকে নিয়ে থাকতেন সামশুদ্দিন। বোন বাদে সবাই বাইরে শ্রমিকের কাজ করেন।
আর এক নিহত শ্রমিক আনসার আলম চাকুলিয়ার হাই স্কুলের দশম শ্রেণির ছাত্র। পড়াশোনার খরচ জোগাড় করতে দিল্লি যাচ্ছিল আনসার।পানি পথে মুরগি ফার্মে কাজ করত সে। তার বাবা আব্দুল রাজ্জাক বলেন, “ছেলেকে বাইরে যেতে বারণ করেছিলাম। তুই যাসনে বাবা! কিন্তু ছেলেটা আমাকে এই ভাবে ছেড়ে চলে যাবে তা কোনদিন ভাবেনি।” এদিকে নিহত শ্রমিকদের মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।
রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের সাংসদ মহঃ সেলিম নিহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন। তিনি পাশে থাকার আশ্বাস দিয়েছেন। চাকুলিয়া তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সেতাবুদ্দিন বলেন, “এ ধরনের ঘটনা খুব মর্মান্তিক এবং বেদনাদায়ক। পরিবারকে সমবেদনা জানার কোন ভাষা নেই।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584