নিজস্ব সংবাদদাতা, কোচবিহারঃ
সংশোধিত নাগরিক আইনের বিরুদ্ধে জ্বলতে থাকা উত্তর-পূর্ব ভারত সহ দক্ষিণবঙ্গের আঁচ এসে এবার পৌঁছলো কোচবিহারেও। রবিবার সকালে কোচবিহার ১ নং ব্লকের শুটকাবাড়ি অঞ্চলের বড় বাড়ি মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালেন স্থানীয় বাসিন্দারা।
আরও পড়ুনঃ মেদিনীপুরে সিএএ বিরোধী মিছিলে শুভেন্দু
এই প্রসঙ্গে স্থানীয় বাসিন্দা হুমায়ুন কবির বলেন এনআরসি এবং সিএএ-র বিরুদ্ধে মানুষ আতঙ্কিত এবং এক দুশ্চিন্তার মধ্যে দিন যাপন করছে এমত অবস্থায় অবিলম্বে এনআরসি ও ক্যাব বাতিলের দাবিতে তাদের এই অবরোধ।
যতক্ষণ পর্যন্ত প্রশাসন না আসবে তারাই অবরোধ চালিয়ে যাবেন। এমতাবস্থায় দীর্ঘক্ষন জাতীয় সড়ক বন্ধ থাকে এবং যানজট দেখা দেয়। গতকালকের জ্বলতে থাকা দক্ষিণবঙ্গের আঁচ আজ সকাল থেকে ছড়ালো উত্তরবঙ্গে স্বভাবতই আতঙ্কিত শহরবাসী।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584