সুদীপ পাল, বর্ধমানঃ
নাগরিকত্ব আইনের বিরোধিতা করে দুর্গাপুরে প্রতিবাদ মিছিল বের করছে বিভিন্ন সংগঠন। একই সাথে জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় এবং আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ছাত্রদের উপর পুলিশি আক্রমণের প্রতিবাদে ভরে উঠেছে দুর্গাপুর।

সিপিএম-এর পক্ষ থেকে দুর্গাপুরে নিয়মিতভাবে প্রতিবাদ মিছিল বের করা হচ্ছে। কর্মীদের বক্তব্য, এনআরসি এবং ক্যাব নিয়ে সারা দেশ জুড়ে এক অদ্ভুত ভয়ানক পরিবেশের সৃষ্টি হয়েছে।
তাঁদের বক্তব্য, ধর্মের নামে এই বিভেদীকরণ কোনও ভাবেই মানা যায় না। একইসাথে কেন্দ্রীয় সরকার, গণতন্ত্রের কণ্ঠরোধ করতে চাইছে বলেও অভিযোগ। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মুখ খুললেই নেমে আসছে শাস্তি।
আরও পড়ুনঃ পেঁয়াজের পর এবার চড়ছে আলুর দাম
অনেকেই মনে করছেন, ভারতবর্ষে বর্তমানে চাকরি বা অর্থনীতির বেহাল দশা থেকে নজর ঘোরাতেই বিজেপি দেশে ইচ্ছাকৃতভাবে দাঙ্গার পরিবেশ সৃষ্টি করছে।
এদিকে আজ আসানসোল আশ্রম মোড় থেকে গির্জা মোড় পর্যন্ত মিছিল করার পরিকল্পনা ছিল বিজেপির। রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সাংসদ সুরেন্দ্র সিংহ আলহুয়ালিয়া-সহ অন্যান্য নেতা-নেত্রীদের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু পুলিশ সেই মিছিলের অনুমতি দেয়নি।
সাম্প্রতিক নানা ঘটনার দিকে নজর রেখে এই কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি বলে মত পুলিশের। যদিও, ‘মিছিল হবেই’ বলে মন্তব্য করেন বিজেপির জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584