অমৃত চন্দ, কোচবিহারঃ
কেন্দ্রে বিজেপি সরকার এবং রাজ্যের তৃণমূল সরকারের বিরুদ্ধে একযোগে আন্দোলনে নামল বাম ও কংগ্রেস।
কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এনআরসি এবং নতুন নাগরিকত্ব বিল বাতিলের দাবির পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করার অভিযোগ তুলে কংগ্রেসের পক্ষ থেকে দিনহাটা শহরে মিছিল করলো কর্মীসমর্থকরা।
শুক্রবার বিকালে দিনহাটা শহরের হেমন্ত বসু কর্নার থেকে বাম ও কংগ্রেসের যৌথ মঞ্চের উদ্যোগে কর্মী-সমর্থকদের এদিনের মিছিল দিনহাটা শহর পরিক্রমা কার্যত কিছুক্ষণের জন্য থমকে পড়ে শহর দিনহাটা।
আরও পড়ুনঃ গড়বেতায় সিএএ বিরোধী মিছিল তৃণমূলের
এদিন কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে মিছিলকে ঘিরে দিনহাটা শহরে ব্যাপক আলোড়ন ছড়িয়ে পড়ে। এদিনের মিছিল শহরের বিভিন্ন পথ পরিক্রমা কালে সেখানে উপস্থিত ছিলেন ফরওয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক প্রাক্তন বিধায়ক অক্ষয় ঠাকুর, জেলা ফরওয়ার্ড ব্লক নেতা প্রাক্তন সাংসদ নৃপেন রায়, অমিত মিত্র জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি প্রাক্তন বিধায়ক কেশব রায় প্রদেশ কংগ্রেস সদস্য কমল দাশগুপ্ত, হরিহর রায় সিংহ সিপিএমের কোচবিহার জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য তারাপদ বর্মন প্রবীর পাল, এসএফআই রাজ্য কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য সুভ্রালক দাস সহ অন্যান্যরা।
আরও পড়ুনঃ ২৩ ডিসেম্বর কলকাতায় মিছিল করবে বিজেপি, জানালেন সায়ন্তন
ফরোয়ার্ড ব্লকের কোচবিহার জেলা সম্পাদক প্রাক্তন সাংসদ অক্ষয় ঠাকুর বলেন,”এনআরসি এবং নতুন নাগরিকত্ব বিল বাতিলের দাবিতে এবং পশ্চিমবঙ্গে গণতন্ত্রকে গলাটিপে হত্যা করা হচ্ছে তার প্রতিবাদে আমরা একজন রাস্তায় নেমেছে, যতদিন পর্যন্ত না এই বিল বাতিল হচ্ছে আমরা যতদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো”।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584