সিএএ-বিরোধী তৃণমূলের মিছিল ঘিরে উত্তেজনা কানকিতে

0
40

পিয়া গুপ্তা, উত্তর দিনাজপুরঃ

এনআরসি এবং সিএএ-র বিরুদ্ধে তৃনমুল কংগ্রেসের মিছিলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাধলো উত্তর দিনাজপুর জেলার চাকুলিয়া থানার কানকিতে। বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর চালায় মিছিলে আসা উত্তেজিত সমর্থক।

anti caa protest rally of tmc | newsfront.co
উত্তেজনা। নিজস্ব চিত্র

পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে কানকি ফাঁড়ির পুলিশ লাঠিচার্জ কাঁদানে গ্যাসের সেল ফাটায়। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে এলাকায়। পুলিশ লাঠিচার্জ করলে ক্ষিপ্ত হয়ে উঠে মিছিলে আসা তৃনমুল সমর্থকরা। মিছিল থেকে পুলিশকে লক্ষ করে ইঁট পাথর ছোড়া হয়। রণক্ষেত্রে চেহারা নেয় কানকি এলাকার ৩১ নম্বর জাতীয় সড়ক।

আরও পড়ুনঃ জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে আক্রমণের প্রতিবাদে এআইডিএসও

পরবর্তীতে একটি সরকারি বাসে আগুন লাগিয়ে দেওয়া হয়। তৃনমূল কংগ্রেসের জেলা সভাপতি এই ঘটনা অস্বীকার করেছে। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কে খুঁজে বের করার জন্য পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

বিজেপি জেলা সভাপতি বিশ্বজিত লাহিরি বলেন তৃণমূল কংগ্রেসের মন্ত্রী গোলাম রব্বানীর উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে এবং তীব্র নিন্দা করে তিনি বলেন অবিলম্বে মন্ত্রী তার পদ থেকে ইস্তফা দিক। কারণ শান্তি মিছিলের নাম করে অশান্তির বাতাবরণ সৃষ্টি করেছেন তারা। এলাকায় এখনো উত্তেজনা রয়েছে। পাশাপাশি পরিস্থিতি সামাল দিতে জেলা থেকে আরও পুলিশ পৌঁছচ্ছে ঘটনাস্থলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here