পিয়া গুপ্তা,মালদহঃ
নবাবের এলাকায় মিলছে না আলোর দেখা।নামেই পুরাতন মালদা নবাবগঞ্জ পৌরসভা।কিন্তু এখনও এই পৌরসভার বাসিন্দাদের নেই কোন নিরাপত্তা ব্যবস্থা।ভোট আসে ভোট যায় তবুও আজও অন্ধকারেই পরে রয়েছেন নবাবগঞ্জ এর পৌর নাগরিকরা।
সন্ধ্যা নামতেই হ্যারিকেন কিংবা টর্চের আলোয় ভরসা করতে হয় এই নবাবগঞ্জ এলাকার বাসিন্দাদের।কোথাও আলো তো কোথাও অন্ধকার,ওল্ড মালদহ পৌরসভার কোনও কোনও ওয়ার্ডে সন্ধ্যা নামতেই আলোর বন্যা বাতিস্তম্ভ তো বটেই জ্বল জ্বল করে ত্রিফলা বাতিও।
আবার কোনও ওয়ার্ডে সন্ধ্যা নামতেই ভয় গেড়ে বসে।অন্ধকারের ভয়।শহরের মানুষের কথায়, এ শুধু পুর প্রশাসনের একার দায় নয়, বিদায়ী কাউন্সিলররাও এই দায় অস্বীকার করতে পারেন না।মালদা জেলার পুরনো মালদা পৌরসভার নবাবগঞ্জের ১ নং ওয়ার্ডের বেহুলা ব্রিজ সংলগ্ন এলাকার বাসিন্দারা আজও পথ চলেন অন্ধকারে।কারণ একটাই এলাকার কয়েক কিলোমিটার জুরে পৌরসভার উদ্যোগে আজও নেই বৈদ্যুতিক আলো।
রাস্তার পাশে সার সার বিদ্যুতের খুঁটি দাঁড়িয়ে থাকলেও কোনটাতেই আলো জ্বলে না।এছাড়া ছাড়া রাস্তার দু’পাশে ঝোপজঙ্গলে ভরা।ফলে রাত হলেই চুরি,ডাকাতি,ছিনতাই এখন এলাকার নিত্য দিনের ঘটনা।সন্ধ্যা নামতেই বেহুলা ব্রিজ সংলগ্ন এলাকা দিয়ে সাধারণ মানুষের যাতায়াত দুষ্কর হয়ে ওঠে।
আরও পড়ুনঃ রাতের অন্ধকারে জেলা পরিষদ কমপ্লেক্সের দোকান ভাঙচুর
পৌর এলাকার চারপাশেই ঘন জঙ্গল ফলে কোন মহিলাও নিরাপদ ভাবে যাতায়াত করতে পারে না।পৌর এলাকার বাসিন্দা গণেশ সাহা,মুনমুন মণ্ডল,স্বপন রাওনিয়ার,সাধেক আলী সবিতা প্রসাদ জানান আজ বহু বছর ধরে ওল্ড মালদা পৌরসভার নবাবগঞ্জ এর বেহুলা ব্রিজ সংলগ্ন এলাকায় বিদ্যুতের আলোর কোন ব্যাবস্থা নেই। ফলে সন্ধ্যে হতেই চুরি ,ডাকাতি, ছিনতাই সহ নানান সমস্যার মুখোমুখি পড়তে হয় সাধারণ মানুষকে।
রাতের বেলায় সমাজ বিরোধীদের স্বর্গ রাজ্যে পরিণত হয় মালদা জেলার নবাবগঞ্জ এলাকার বেহুলা ব্রিজ সংলগ্ন এলাকা।এলাকার বাসিন্দারা আরো জানান এই ব্যাপারে ওল্ড মালদা পৌরসভার পৌরপতি কার্তিক ঘোষকে জানানো হলেও তিনি এই সমস্যার সমাধান আজও করেননি।
আজও কোন বৈদ্যুতিক আলোর ব্যবস্থা করেননি।তাই পৌরপ্রশাসনের উচিত রাজনীতি ভুলে এলাকায় মানুষের স্বার্থের কথা চিন্তা করে এলাকায় বৈদ্যুতিক আলোর ব্যাবস্থা করে নবাবগঞ্জ এলাকার বেহুলা ব্রিজ সংলগ্ন এলাকার মানুষদের জীবনের নিরাপত্তার ব্যাবস্থা সুনিশ্চিত করা।
এই ব্যাপারে ওল্ড মালদা পৌরসভার পৌরপতি কার্তিক ঘোষ কে মোবাইল নম্বরে ফোন করা হলে তিনি কোন উত্তর দেন নি। সাধারন মানুষের এই সমস্যা সমাধানের ব্যাপারে কোন রকম আশ্বাস মেলেনি তার কাছে।ক্ষোভ বাড়ছে মানুষের মনে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584