নিউজফ্রন্ট, ওয়েবডেস্কঃ
গৌরী লঙ্কেশের জার্নালের প্রকাশকের মতো, কংগ্রেস সাংসদ শশী থারুরের ৩০ বছর আগের লেখা একটি বই নিয়ে জল ঘোলা হল এবার।
সূত্রের খবর, শশীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়, তাঁর লেখা বই নিয়ে মামলায় তিরুবনন্তপুরম আদালতের শুনানিতে উপস্থিত না থাকায়। শশীর ওই বিতর্কিত উপন্যাস ‘দ্য গ্রেট ইন্ডিয়ান নভেল’ সম্পর্কে অভিযোগ, বইয়ের একটি অংশ ‘নায়ার’ মহিলাদের জন্য অবমাননামূলক।
শশীর উপন্যাস ‘দ্য গ্রেট নভেল’ প্রকাশিত হয় ১৯৮৯ সালে। ভারতের স্বাধীনতা আন্দোলনের পরিপ্রেক্ষিতকে ফুটিয়ে তোলা হয় মহাভারতের মোড়কে। কেবল স্বাধীনতা আন্দোলনই নয়। স্বাধীনতা পরবর্তী প্রথম ৩০ বছর সময়কালও উপন্যাসে ফুটিয়েছেন তিনি।
আরও পড়ুনঃ রাজ্যপালের অনুমতি ছাড়া স্থগিত যাদবপুরের বিশেষ সমাবর্তন, ক্ষুন্ন ধনকড়
শনিবারই ছিল ওই বই সংক্রান্ত মামলার প্রথম শুনানির দিন। শশী থারুরের দফতরের তরফে জানানো হয়েছে, আদালতের জারি করা সমনে কেবল সময় উল্লেখ করা ছিল। তারিখটা দেওয়া ছিল না। দফতরের তরফে আরও জানানো হয়েছে ওই পরোয়ানার বিরুদ্ধে একটি আপিল করা হবে।
একটি জাতীয় গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে শশী থারুরের দফতরের তরফে জানানো হয়েছে, ‘‘আমাদের আইনজীবী এরই মধ্যে আদালতকে জানিয়ে দিয়েছে, সমনের তারিখটা জানানো হয়নি। আমাদের আদালতের তরফে জানানো হয়েছিল, তারা নতুন সমন পাঠাবে তারিখ-সহ। এই নিয়ে সংশয় তৈরি হয়। আজ ছিল শুনানির প্রথম দিন। কিন্তু আমরা কোনও সমন পাইনি। আমরা তিরুবনন্তপুরমের সিজেএমের কাছে এই নিয়ে আবেদন করব।”
আরও পড়ুনঃ ঝাড়খন্ডে এক্সিট পোলের অনুমানে বিজেপিকে টক্কর দেবে জেএমএম-কংগ্রেস জোট
কূটনীতিক থেকে রাজনীতিবিদ হওয়া শশী থারুর একজন স্বনামধন্য লেখকও। বহু বেস্ট সেলারের লেখক শশীর ২০১৮ সালে প্রকাশিত দুই নন ফিকশন গ্রন্থ ‘হোয়াই আই অ্যাম এ হিন্দু’ ও ‘দ্য প্যারাডক্সিকাল প্রাইম মিনিস্টার’ বেস্ট সেলার হয়েছিল।
এ বছর সারা দেশের ২৩ জন সাহিত্যিকের অন্যতম হিসেবে সাহিত্য আকাদেমি পুরস্কারে ভূষিত হন শশী থারুর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584