সুদীপ পাল, বর্ধমানঃ
বর্ধমানের ‘পূর্ত ভবনে’র জেলা শিল্প কেন্দ্রের হস্তশিল্প প্রদর্শনী ও প্রতিযোগিতা সম্পূর্ণ হল। প্রায় আড়াইশো শিল্পী যোগদান করেন প্রতিযোগিতায়।
জাতীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের নিয়ে গঠিত বিচারকমণ্ডলী সাতটি বিভাগের ১২ জন শিল্পীকে রাজ্যস্তরে প্রতিযোগীতায় পাঠাচ্ছেন। এই বিচারকমণ্ডলী স্থানাধিকারীদের বেছে নিয়েছেন।
আরও পড়ুনঃ বাঁশ বেতের হস্তশিল্পে সেজে উঠেছে বহরমপুর আমরা ক’জন ক্লাবের পুজো
জেলা শিল্প কেন্দ্রের জেনারেল ম্যানেজার অভিজিৎ কর বলেন, কাঠ শিল্প, কাঁথা শিল্প, ডোকরা ও পাটজাত দ্রব্যের ওপর প্রতিযোগিতা হয়। গতবছর এই জেলা থেকে পাঁচজন রাজ্যস্তরে পুরস্কার জিতে এসেছিলেন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলাশাসক বিজয় ভারতী। জেলা পরিষদের সহ সভাধিপতি দেবু টুডু, পূর্ত কর্মাধ্যক্ষ উত্তম সেনগুপ্ত প্রমুখরা উপস্থিত ছিলেন।
নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584