ওয়েবডেস্ক,নিউজফ্রন্টঃ
সঙ্গীর সঙ্গে ঘুমের ভঙ্গি বলে দেবে আপনার সম্পর্ক কতটা মধুর হবে।বিশ্বাস হচ্ছে না তো?তবে এটাই সত্যি।সাম্প্রতিক সমীক্ষায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। ইউনিভার্সিটি অফ পিটসবার্গ তাদেরই সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে যে,“যত বেশি আপনার সঙ্গীর সঙ্গে ঘুমানোর সময় মিলবে, ততই সম্পর্ক সুখের হতে থাকবে। ”সমীক্ষায় উঠে আসা থেকে তথ্যে আরও জানানো হয়,যারা একসঙ্গে ঘুমাতে যায় তাদের মধ্যে সম্পর্ক অনেক বেশি গাঢ় হয়।সমীক্ষায় আরও বলা হয়, “তবে শারীরিক দূরত্ব বাড়ার কারণে তাদের সম্পর্কে ঝামেলা তৈরি হতে পারে। ” মুখোমুখি ঘুমানো মানে হচ্ছে জোরালো সম্পর্ক রয়েছে।আবার দুজনেই বিছানার দুই প্রান্তে পেছন ফিরে ঘুমানো সম্পর্কে বৈপরীত্য নির্দেশ করে।চাপা ক্ষোভ থাকা অবস্থায় একরাত আলাদা বিছানায় ঘুমানোর চেষ্টা করা ভালো।কারণ চাপে থাকা মস্তিষ্ক নেতিবাচক প্রভাব তৈরি করে।মিশিগানের গবেষকরা বলেন,“সঙ্গীর যত কাছাকাছি ঘুমাবেন, ততই সুখের হবে প্রেমের জীবন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584