বোলপুরে লক্ষাধিক ভোটে জয়ী তৃণমূলের অসিত মাল

0
296

পিয়ালী দাস,বীরভূমঃ

the asit mal win of the election in bolpur
নিজস্ব চিত্র

বোলপুর লোকসভা কেন্দ্রে ১ লক্ষেরও বেশি ভোট পেয়ে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মাল হারিয়ে দিলেন তার নিকটতম বিজেপি প্রার্থী রমাপ্রসাদ দাসকে।প্রথম থেকেই অসিত মাল জেতার ব্যাপারে যথেষ্ট আশাবাদী ছিলেন। জেতার পর তিনি জানান, “এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয়,মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে মাথায় রেখে মানুষ ভোট দিয়ে আমাকে জয়ী সাংসদ হিসাবে দিল্লিতে পা রাখার সুযোগ দিল।আশা করি মানুষের ভরসা রেখে উন্নয়নে কাজ চালিয়ে যেতে পারবো।”

এবারে তিনি প্রথম সাংসদ হিসাবে জিতলেন।দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রথম থেকেই তিনি ছিলেন কংগ্রেসের।২০১১ সালে রাজ্যে পালাবদলের পর কংগ্রেস ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে অসিত মাল।২০১৬ সালে হাসন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী ছিলেন তিনি।

আরও পড়ুনঃ বীরভূম লোকসভা কেন্দ্রে শতাব্দী জয়ী হলেও বিমর্ষ কেষ্ট

কিন্তু কংগ্রেসের কাছে পরাজয় স্বীকার করেন অসিত মাল।তারপরে বোলপুর লোকসভা কেন্দ্রে লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ আসে। আর প্রথমবারেই কিস্তিমাত।২০১৪ সালে এই বোলপুর লোকসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়ী হয়েছিলেন অনুপম হাজরা।

কিন্তু নানান কারণে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মন্ডলের সাথে অনুপম হাজরার দূরত্ব বাড়তে থাকে।একটা সময় এমন আছে অনুপম হাজরা বোলপুর লোকসভা কেন্দ্রে আসায় ছেড়ে দেন।দল বিরোধী কাজের জন্য তৃণমূল কংগ্রেস অনুপম হাজরাকে দল থেকে বহিষ্কার করে।তারপরেই ২০১৯ সালের লোকসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করে অনুপম হাজরা।

একরাশ ক্ষোভ এর সম্মুখীন হয়ে অসিত মাল তার নির্বাচনী প্রচার শুরু করে এই বোলপুর লোকসভা কেন্দ্রে।বিভিন্ন জায়গায় তিনি প্রশ্নের সম্মুখীন হন,বোলপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিদায়ী সাংসদ অনুপম হাজরা সেই ভাবে কাজ করতে পারেননি।এমনটাই তিনি দাবি করেন।মানুষের ক্ষোভকে সামাল দিয়ে ১ লক্ষেরও বেশি ভোটে জিতে সাংসদ হওয়ার অনন্য নজির গড়লেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মাল।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here