জেএনইউতে আক্রমণ পূর্ব পরিকল্পিত, সোস্যাল মিডিয়ায় ঘুরছে স্ক্রিনশট

0
189

নিজস্ব সংবাদদাতা, দিল্লিঃ

আজ সন্ধ্যায় দিল্লির জেএনইউতে ঘটে গেছে এক বর্বরোচিত আক্রমণ। এই আক্রমণের নেপথ্যে উঠে আসছে বেশ কিছু প্রশ্ন। তাহলে জেএনইউ আক্রমণ কী পূর্ব থেকেই পরিকল্পিত?

আক্রান্ত ছাত্র সংসদ সভাপতি ঐশী ঘোষ। ছবিঃ টুইটার

সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রকাশ্যে এসেছে এমনই কিছু কথোপকথন, যদি সেই কথোপকথন সঠিক হয়, তাহলে এটাই দাঁড়ায় নিখুঁত পরিকল্পনা করেই ঘটানো হয়েছে এই আক্রমণ। অর্থাৎ জেএনইউতে এতদিন ধরে যে আন্দোলন চলছে সেই আন্দোলন ভাঙতে না পেরে অগত্যা এই বর্বরচিত আক্রমণ করেই কী আন্দোলন স্তব্ধ করার চেষ্টা করা হল?

ছবিঃ টুইটার

এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল জেএনইউরই এবিভিপির বেশ কিছু নেতা এমনটাই ধারণা করা যাচ্ছে। এরা বাইরে থেকে এসেছিল? এলে ঢুকল কীভাবে? নাকি ছাত্র হওয়ায় ক্যম্পাসেই ছিল?এমন অনেক প্রশ্ন দানা বাঁধতে শুরু করেছে।

ভাঙচুর। ছবিঃ টুইটার

হোয়াটসঅ্যাপের কথোপকথনের সেই স্ক্রিনশটে লক্ষ্য করলে দেখা যাচ্ছে রেণু সাইনি নামক এক আরএসএস নেতা কথা বলছেন যোগেন্দ্র শৌর্য ভরদ্বাজের সঙ্গে।

এই সেই স্ক্রিনশট। ছবিঃ টুইটার

সেই কথপকথনের বাংলা অর্থ করলে যা দাঁড়ায় তা হল ‘বাম সন্ত্রাসের বিরুদ্ধে আপনি আমাদের সঙ্গে আসুন। এবার পাকদণ্ডীদের মার খাওয়া উচিত। একটাই দাওয়াই আছে …’। আর এর ঠিক পরের টেক্সটে রীতিমতো নির্দেশ দেওয়া হচ্ছে। যার বাংলা অর্থ করলে অনেকটা এইরকম দাঁড়ায় তা হল ‘ডিইউ-র লোকজনকে খাজান সিং সুইমিংপুলের দিক দিয়ে ঢোকাও।

আক্রমণকারী। ছবিঃ টুইটার

আমরা এখানে ২৫-৩০জন আছি।’ এখানেই শেষ নয়, এরপর কোন একজন সুইমিং পুল বুঝতে না পারায় এবিভিপির জেএনইউ নেতা সন্দীপ সিং তাকে বলে দেয় ওটা মল গেট ভাই। এরপর যোগেন্দ্র তাঁর পরবর্তী মেসেজে লেখে আইসিসিআর-এর দিক দিয়েও ঢোকা যাবে। ঠিক এইরকম এক কথপকথনের স্ক্রিনশট ঘুরছে নেট দুনিয়ায়।

এবিভিপির জেএনইউ গ্রুপের এই খবর যদি সঠিক প্রমাণিত হয় তাহলে অনেকটা ব্যাকফুটে চলে যেতে পারে গেরুয়া শিবির। এই ভাইরাল হওয়া জিনিসের সত্যতা কতটা তার উত্তর দেবে সময়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here