পিয়া গুপ্তা,বিনোদন ডেস্কঃ
নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘কণ্ঠ’। কণ্ঠ অর্থাৎ গলা বা স্বর যার প্রয়োজনীয়তা আমাদের জীবনে কতটা গুরত্বপূর্ণ তা এই ছবি তে দেখানো হয়েছে।ইতিমধ্যেই এই ছবির প্রোমো বেশ পছন্দ করেছেন সোশ্যাল দর্শকরা।ছবিতে এক ক্যান্সার আক্রান্ত রোগীর জীবন নিমেষেই কিভাবে বদলে গেল তারই এক প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে।গোটা বিশ্বে দিন দিন বাড়ছে ক্যানসার রোগীর হার।যার মধ্যে গলায় বা মুখের ক্যানসার রোগীর হার অনেকটাই বেশি
এই ভাবনা থেকেই হয়তো ‘কণ্ঠ’ ছবি র সৃষ্টি।
সিগারেট খাওয়া স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক সে তো আমরা সকলেই জানি।তবে সিগারেট ক্যান্সারের কারণ, সেটাও বড়ো বড়ো অক্ষরে লেখা থাকে সিগরেটের প্যাকেটে।শুধু তাই নয় জিএসটি বসিয়ে সিগারেটের দাম বেড়েছে আগের চেয়ে অনেক বেশি কিন্তু তবুও বিক্রি কমেছে কি? আসা যাক সিনেমার মূল গল্পের বিষয়ে।গল্পটি হল অর্জুন মল্লিক কে নিয়ে। পেশায় বিখ্যাত রেডিয়ো সঞ্চালক।প্রচুর ফ্যান, গলায় তার রুটি রুজির একমাত্র মাধ্যম।আর এই গলার টানেই পাগল বহু দর্শক।
হঠাই একদিন সেরা রেডিয়ো জকির পুরস্কার নিতে গিয়ে মঞ্চে উঠে অর্জুন আর কোনও কথা বলতে পারেন না।প্রথমে সকলেই ভাবেন আনন্দের চোটেই বোধহয় শিল্পীর গলা ধরে এসেছে তবে পরে জানা যায় অর্জুন এর গলায় ক্যান্সার।স্ত্রী পৃথার সঙ্গে চিকিৎসকের কাছে গিয়ে দ্রুত অপারেশনের সিদ্ধান্ত নেয় অর্জুন।তবে অপারেশন এ অর্জুনের স্বরযন্ত্র বাদ যায় ফলে আরো পাঁচজনের মতো সে কথা বলতে পারে না। জীবনের এই কঠিন সময় এর মোকাবিলা কিভাবে করবে অর্জুন? কথা না বলে কিভাবে অর্জুন থাকবে ? এই সব নিয়েই কণ্ঠ ছবি।
এই গল্পে অভিনয় করতে দেখা যাবে
অর্জুনের ভূমিকায় শিবপ্রসাদ মুখোপাধ্যায়, পৃথার ভূমিকায় পাওলি দাম ও স্পিচ থেরাপিস্টের ভূমিকায় জয়া আহসানকে।তাঁর অভিনয় এই সিনেমায় খুবই প্রশংসনীয়। কথা ছাড়া, কণ্ঠ ছাড়া অর্জুনের বাঁচবে কী করে ? পরিচালক নন্দিতা ও শিবপ্রসাদ এই উত্তরই দিতে চেয়েছেন কণ্ঠতে।
আর উত্তরটা অবশ্যই খুব বেশি করে অনুপ্রেরণামূলক !কণ্ঠ লড়াইয়ের ছবি, অনুপ্রেরণার ছবি ৷সবশেষে বলা যায় ‘কণ্ঠ’ এমন এক ছবি, যা কিনা বাঁচতে শেখাবে ৷ হাল ধরতে শেখাবে, মনে পড়বে সেই গান, ‘হাল ছেড়ো না বন্ধু ! বরং কণ্ঠ ছাড়ো জোরে !’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584