নিজস্ব সংবাদদাতা, দক্ষিণ ২৪ পরগণাঃ
ডায়মন্ড হারবার জেলা পুলিশ গ্রেফতার করল আন্তঃজেলা অটোমোবাইল র্যাকেটের পাণ্ডাদের। আন্তঃজেলা চক্রের দুই মূল পাণ্ডাকে গ্রেফতার করা হয়েছে। তাদেরকে জেরা করে বিভিন্ন থানা এলাকা থেকে ৭ টি টোটো, ৩টি মোটর বাইক, ১টি স্কুটি, ১টি ইঞ্জিন ভ্যান উদ্ধার করা হয়েছে।
আজ দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার পুলিশ-সহ স্পেশাল টিমের অফিসারদের তত্ত্বাবধানে অভিযুক্তদের আলিপুর কোর্টে তোলা হবে। ডায়মন্ড হারবার জেলা পুলিশ সুপার ডঃ ভোলানাথ পাণ্ডে বলেন যে, ডায়মন্ড হারবার জেলা পুলিশ অন্তর্গত বিভিন্ন থানার খোয়া যাওয়া জিনিস নিয়ে এই থানায় অভিযোগ জমা পড়েছিল দীর্ঘ দিন ধরে। সেই বিষয় নিয়েই তদন্তে নামে বিষ্ণুপুর থানা।
আরও পড়ুনঃ জাল নোট-সহ গ্রেফতার ৩
তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অক্ষয় দাস (২৬), পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি বাসিন্দা। অন্য জন চন্দন মণ্ডল (২১), ফলতা থানার দোস্তিপুরের বাসিন্দা।
এদের নামে বিভিন্ন জেলায় বিভিন্ন অভিযোগ আছে। চুরি-ডাকাতি ছাড়াও বিভিন্ন কেসে জড়িত আছে এদের নাম। বিষ্ণুপুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে ডায়মন্ড হারবার থানার ২৪৬ মোড়ের কাছে থেকে প্রথমে আটক করে। এরপর জিজ্ঞাসাবাদ করে কথার অসঙ্গতিতে পুলিশের সন্দেহ বাড়লে তাঁদের আটক করা হয়।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584